ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে উত্তাল ঢাবি

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ১৬ ২২:০০:২৭
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে উত্তাল ঢাবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর প্রতিবাদে উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এই ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলায় প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে গতকাল বিকাল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন গণতান্ত্রিক ছাত্রসংসদ ও এনসিপির নেতাকর্মীরা। এসময় ঢাবির সাধারণ শিক্ষার্থীদের অনেকেই উপস্থিত ছিলেন। পৌনে একঘণ্টা অবরোধ শেষে শাহবাগ মোড় ছেড়ে দেন তারা।

এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বলেন, দিল্লি থেকে নিয়ন্ত্রিত স্বৈরাচারী হাসিনার গোপালগঞ্জের কারো ঠাঁই বাংলাদেশে হবে না।

ইলেকশন কমিশনের (ইসি) নাটকবাজিতা উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরেও আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশে থাকতে পারবে না। কিন্তু ইসি নাটকবাজি করছে, সে বলছে নৌকা মার্কা থাকবে। শহীদের রক্তের উপর দিয়ে লীগের সন্ত্রাসীদের কোনো চিহ্ন এই স্বাধীন দেশে থাকতে পারবে না।

এসময় ৩ দফা দাবি জানিয়ে রিফাত রশিদ বলেন, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে; স্বৈরাচারী হাসিনার পুলিশি ব্যবস্থা সংস্কার করতে হবে; এবং সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে জুলাইয়ের যোদ্ধাদের উপর হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান রিফাত।

সন্ধ্যা সাড়ে সাতটায় বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। বিক্ষোভ পরবর্তী সমাবেশে ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, গোপালগঞ্জে হামলা হলো, এখানেও অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। এই দেশে হাজারো ছাত্র রয়েছে যারা এই সরকার চালাতে সক্ষম। হামলাকারী সন্ত্রাসীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে না হলে আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত