ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সারাদেশে বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৬ ২১:১৪:২৭
সারাদেশে বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

আগামী পাঁচ দিন দেশজুড়ে অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের জারি করা এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, ভারতের ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ ও এর কাছাকাছি এলাকায় সরে গেছে। মৌসুমী বায়ুর অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে বিস্তৃত রয়েছে এবং এটি দেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় আছে। এর প্রভাবেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী কয়েকদিনের পূর্বাভাস:

আজ (বুধবার) সন্ধ্যা থেকে: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৭ জুলাই): ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (১৮ জুলাই): রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার ও রোববার (১৯ ও ২০ জুলাই): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের বাকি অংশে বৃষ্টি কিছুটা কম থাকবে। তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত