ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় শিবিরের নেতাকর্মীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘লীগ ধর জেলে ভর’, ‘ ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, আমরা হাসবো না কাঁদবো সেটা ভেবে পাই না। আমরা যে রক্ত দিয়ে অন্তবর্তী সরকারকে বসিয়েছি তারা বসে বসে আঙ্গুল চুষে। এই সরকার বিভিন্ন সময়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম আগষ্টের পর নতুন বাংলাদেশে ডাকসু পাবো কিন্তু এখন নাটক দেখতেছি।
ফরহাদ বলেন, গোপালগঞ্জে হামলা হলো, এখানেও অন্তবর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। এই দেশে হাজারো ছাত্র রয়েছে যারা এই সরকার চালাতে সক্ষম। গোপালগঞ্জে হামলাকারী সন্ত্রাসীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে না হলে আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।
প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, আমাদের প্রত্যাশা ছিলো গত ১৬ বছরে যে সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদেরকে সমূলে উৎপাটন করা হবে। কিন্তু আমরা দেখেছি এই খুনি হাসিনার দোসরদের গোপালগঞ্জে আশ্রয় দেয়া হয়েছে। আজকে এই গোপালিরা অন্তবর্তী সরকারের ঘাড়ে ভর করেছে। তারা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। তারা আমাদের যৌক্তিক আন্দোলনকে মব বলে।
তিনি বলেন, শহীদ আবু সাঈদের বাংলায় এই খুনি হাসিনার দোসরদের জায়গা হবে না। আপনারা দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন। নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।
এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস