ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় শিবিরের নেতাকর্মীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘লীগ ধর জেলে ভর’, ‘ ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, আমরা হাসবো না কাঁদবো সেটা ভেবে পাই না। আমরা যে রক্ত দিয়ে অন্তবর্তী সরকারকে বসিয়েছি তারা বসে বসে আঙ্গুল চুষে। এই সরকার বিভিন্ন সময়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম আগষ্টের পর নতুন বাংলাদেশে ডাকসু পাবো কিন্তু এখন নাটক দেখতেছি।
ফরহাদ বলেন, গোপালগঞ্জে হামলা হলো, এখানেও অন্তবর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। এই দেশে হাজারো ছাত্র রয়েছে যারা এই সরকার চালাতে সক্ষম। গোপালগঞ্জে হামলাকারী সন্ত্রাসীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে না হলে আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।
প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, আমাদের প্রত্যাশা ছিলো গত ১৬ বছরে যে সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদেরকে সমূলে উৎপাটন করা হবে। কিন্তু আমরা দেখেছি এই খুনি হাসিনার দোসরদের গোপালগঞ্জে আশ্রয় দেয়া হয়েছে। আজকে এই গোপালিরা অন্তবর্তী সরকারের ঘাড়ে ভর করেছে। তারা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। তারা আমাদের যৌক্তিক আন্দোলনকে মব বলে।
তিনি বলেন, শহীদ আবু সাঈদের বাংলায় এই খুনি হাসিনার দোসরদের জায়গা হবে না। আপনারা দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন। নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।
এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি