ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

৪ দফা দাবিতে রাস্তায় অকৃতকার্য শিক্ষার্থীরা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৭ ১৬:০২:৪৪
৪ দফা দাবিতে রাস্তায় অকৃতকার্য শিক্ষার্থীরা

এসএসসি ও সমসমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে কলেজে ভর্তি নিশ্চিত-সহ চার দফা দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পুরান ঢাকার বকশি বাজারে শিক্ষা বোর্ডের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার সার্বিক কাঠামো সংস্কার না করে কেবল ফলাফল প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে, যার ফলে অনেক শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিতভাবে ফেল করেছে। শিক্ষার্থীরা দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন

তাদের চার দফা দাবিগুলো হলো- ১. প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে। বোর্ডভদে প্রশ্নের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল, তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।২. অকৃতকার্য শিক্ষার্থীদের অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে। ৩. এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। ৪. অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও, প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে এডমিশন নিতে পারবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, চলতি বছর এসএসসি পরীক্ষায় সাড়ে ছয় লাখেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এই বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে রয়েছে। তারা দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজনের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশে বলেন, আমরা আশাবাদী, বোর্ড এবার ফলাফল বিপর্যয়ের বাস্তবতা বুঝে আমাদের দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে। দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখে এসব যৌক্তিক দাবি বাস্তবায়ন জরুরি।

এ বিষয়ে জানতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত