ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ইসরাইলকে শিকলে বাঁধা কুকুর বলে খামেনির হুঁশিয়ারি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ১৭ ১৫:০৮:৪০
ইসরাইলকে শিকলে বাঁধা কুকুর বলে খামেনির হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শিকলে বাঁধা কুকুর হিসেবে আখ্যায়িত করেছেন। সেইসঙ্গে নতুন করে যেকোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ার দিয়েছেন তিনি।

বুধবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে এ কথা বলেন আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি আরও জানান, গত মাসে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রও তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

খামেনি বলেন, আমরা যে ঘাঁটিতে আঘাত হেনেছি, তা যুক্তরাষ্ট্রের অন্যতম সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। প্রয়োজন হলে আরও বড় আঘাত হানার সক্ষমতা আমাদের রয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক চাপের মুখে ইরানকে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিনটি প্রধান দেশ আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে একটি চুক্তিতে পৌঁছাতে।

এ প্রসঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে।

আয়াতুল্লাহ খামেনি তার বক্তব্যে বলেন, আমরা কূটনৈতিক বা সামরিক প্রতিক্রিয়ায় কখনোই দুর্বলতা থেকে নয়, বরং পূর্ণ প্রস্তুতির অবস্থান থেকেই এগিয়ে যাই। তিনি ইরানের কূটনীতিকদের উদ্দেশে বলেন, তারা যেন নির্দেশনা অনুযায়ী দৃঢ়ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়, যদিও বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।

এদিকে, একইদিন ইরানের পার্লামেন্ট এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র পূর্বশর্তগুলো পূরণ না করা পর্যন্ত পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর প্রয়োজন নেই।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত