ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

কোস্টার বাস উপহার পাচ্ছে ঢাবির বঙ্গমাতা ও মৈত্রী হল

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ১৭ ২৩:১৫:১৫
কোস্টার বাস উপহার পাচ্ছে ঢাবির বঙ্গমাতা ও মৈত্রী হল

পরিবহন সল্পতার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। তবে এবার তাদের ভোগান্তি লাগবে এগিয়ে এসেছে মেহতাজ ফাউন্ডেশন। এই দুই হলের শিক্ষার্থীদের জন্য একটি কোস্টার বাস উপহার দিবে ফাউন্ডেশনটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি জানিয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহবায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদ। সংগঠনটির উদ্যোগেই এগিয়ে এসেছে মেহতাজ ফাউন্ডেশন। বাস উপহার প্রদান প্রসঙ্গে সার্বিক ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি আবেদনও দেন তারা।

জামালুদ্দীন মুহাম্মদ খালিদ জানান, বঙ্গমাতা ও মৈত্রী হলের আপুদের যাতায়াত সমস্যা নিয়ে কিছুদিন পর-পরই গ্রুপে কথা ওঠে। পরিবহন অফিসে বারবার যোগাযোগ করেও এর সুরাহা হয়নি। মূল সমস্যা হচ্ছে এই রুটে যে পরিমাণ শিক্ষার্থীর যাতায়াত, সে তুলনায় দুটি বাস একদমই অপর্যাপ্ত। বাস দুটি আবার এতটাই পুরনো যে, সপ্তাহে দুয়েকদিন নষ্ট থাকে। মাস দুয়েক আগে এরকম একটা পোস্ট দেখার পর আমরা এই রুটে আরো ১/২ টা বাস দেওয়ার জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করি। কিন্তু তারা ঘুরেফিরে অর্থসংকটের কথাই বলেন। তখন আমরা বলি, তাহলে আপনারা এলামনাই বা বিভিন্ন গ্রুপের কাছে এপ্রোচ করেন। প্রশাসন তখন জানায়, আমরা তো চেষ্টা করছি, তোমরাও দেখো।

তিনি বলেন, এই সূত্রে আমরা স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের পক্ষ থেকে কয়েকজন সিনিয়র ভাইয়ের সাথে আলোচনা করি। ইতোমধ্যে একজন ভাইয়ের সাথে কথা হয়, যারা ৫ ভাই-বোন আমাদের ঢাবির সাবেক শিক্ষার্থী। উনাদের দুই বোনের হল ছিলো আবার মৈত্রী ও বঙ্গমাতা। বিষয়টা জানার পর উনারা ভাই-বোনেরা মিলে মায়ের নামে করা "মেহতাজ ফাউন্ডেশন" থেকে বঙ্গমাতা ও মৈত্রী হলের জন্য একটি কোস্টার বাস উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

আবেদনের বিষয়ে তিনি বলেন, আজকে আমরা উনাদের প্রতিনিধিসহ প্রপোজাল নিয়ে ভিসি স্যারের সাথে সাক্ষাৎ করি। স্যার বিষয়টি শুনে খুবই খুশি হন এবং এটি একটি উদাহরণ সৃষ্টি করবে বলে প্রত্যাশা রাখেন। ভিসি স্যার তৎক্ষণাৎ পরিবহন অফিসকে দ্রুত সময়ের মধ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থান ও রাজনৈতিক সহিংসতায় নিহতদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোয়ার আয়োজন ও... বিস্তারিত