ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি: ঢাবি উপাচার্য
.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে আমাদের শক্তি রাস্তায় উল্টোপথে গাড়ি চালানো নয়, হম্বিতম্বি দেখানো বা মারামারি করার মধ্যেও নয়। সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই আমাদের শক্তি।
তিনি বলেন, সমাজের কৃষক, শ্রমিক, বিদ্যালয়, মহাবিদ্যালয়, মাদ্রাসা, মন্দির, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে আজ বৃহস্পতিবার “প্রপঞ্চ ‘জুলাই’: দেখা না দেখা পেরিয়ে” শীর্ষক অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো- সেমিনার, স্মৃতিচারণ, প্রবন্ধ প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা প্রভৃতি।
সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবালের সভাপতিত্বে সেমিনারে বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং অধ্যাপক ড. সামিনা লুৎফা প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান আলোচনায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আজকের নতুন বাংলাদেশ পাওয়ার পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকলে সমাজের সবাই এগিয়ে আসেন। তাই সমাজের পাশেও আমাদের দাঁড়াতে হবে। মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা খুব জরুরি। জুলাই যোদ্ধাদের ঋণ আমরা পুরোপুরি শোধ করতে পারবো না। তারপরও কিছুটা দায় শোধ করতে এবং তাঁদের প্রতি সম্মান জানাতে বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে বেশকিছু অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আনুষ্ঠানিকতার বাইরেও বিভিন্ন প্লাটফর্মে এধরনের উদ্যোগগুলো টিকিয়ে রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের আন্ত:সম্পর্ক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট