ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ মে ২৫ ১:৪৫:৫৪
পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আগামী সোমবার (২৬ মে) থেকে এই কর্মবিরতি কার্যকর হবে।

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এই কর্মসূচি ডাকা হয়েছে। রোববার (২৫ মে) দুপুরে সংগঠনের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগে ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে। এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টা এবং ২১ মে থেকে অর্ধদিবস কর্মবিরতি শুরু হয়। পূর্বঘোষণা অনুযায়ী এবার ২৬ মে থেকে শুরু হচ্ছে পূর্ণদিবস কর্মবিরতি।

সহকারী শিক্ষকরা তাদের মূল দাবি হিসেবে ১১তম গ্রেডে বেতন বাস্তবায়নের কথা তুলে ধরছেন। যদিও অন্তর্বর্তী সরকারের কনসালটেশন কমিটি সহকারী শিক্ষক পদের জন্য ১২তম গ্রেড প্রস্তাব করেছে, তবে শিক্ষকরা সেটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছেন। এর আগেও তারা এ দাবিতে ঢাকায় একাধিকবার সমাবেশ করেছেন।

তিন দফা দাবিগুলো হল—

১. সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।

২. ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত