ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সেবা

ডুয়া ডেস্ক: মালদ্বীপের রাজধানী মালের কাছে লামু-গান আইল্যান্ডে শুক্রবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে একটি কনস্যুলার ও কল্যাণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্প চলাকালে ওই আইল্যান্ডে কর্মরত প্রায় ৬০ জন বাংলাদেশি নাগরিককে ই-পাসপোর্ট ও এমআরপি পাসপোর্টের এনরোলমেন্ট সেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ডও সরবরাহ করা হয়।
কর্মব্যস্ততা ও দূরত্বজনিত জটিলতার কারণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের মূল কার্যালয়ে এসে সেবা নিতে প্রবাসীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে ই-পাসপোর্টসহ প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্প চালু করেছে বাংলাদেশ হাইকমিশন।
এই উদ্যোগের অংশ হিসেবে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের সেবা দিতে জনবহুল বিভিন্ন দ্বীপে গিয়ে কাজ করছে হাইকমিশনের ভ্রাম্যমাণ টিম।
এ বিষয়ে মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ জানান, “এ ধরনের ক্যাম্পের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা খুব সহজে রাজধানী মালে না এসেই তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। প্রবাসীদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন আইল্যান্ডে পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
মালদ্বীপে বর্তমানে এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। তবে পাসপোর্ট নবায়নসহ নানা প্রশাসনিক জটিলতার কারণে অনেকেই সেখানে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন। ফলে তারা ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার মতো মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।
এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চালু হওয়া ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই সেবার মাধ্যমে প্রবাসীরা সহজেই প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন ও সংশোধনের সুযোগ পাচ্ছেন। এটা তাদের বৈধভাবে কাজ করতে সহায়তা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার