ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
গার্ডিয়ানের প্রতিবেদন
যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠদের সম্পত্তি বিক্রির হিড়িক!
গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনামলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে—এমন অভিযোগের তদন্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার। ধারণা করা হচ্ছে, পাচার হওয়া অর্থের বড় একটি অংশ গিয়েছে যুক্তরাজ্যে। এই অর্থপাচারের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী গোষ্ঠী জড়িত বলে চিহ্নিত হয়েছেন।
তবে হাসিনা সরকারের পতনের এক বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাজ্যে বসবাসরত সাবেক ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের বিলাসবহুল সম্পত্তি বিক্রি, হস্তান্তর ও পুনঃঋণায়নের (রিফাইন্যান্স) প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর এক যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই যুক্তরাজ্যে সম্পত্তি লেনদেনের তৎপরতা বেড়ে যায়। বিশেষ করে লন্ডনের অভিজাত এলাকাগুলোতে বাড়ি ও অ্যাপার্টমেন্ট কেনাবেচা এবং সম্পদ ফ্রিজ করার ঘটনা বেড়ে যায়।
২০২৪ সালের মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) প্রায় ১ হাজার ৪৬৯ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট জব্দ করে। এর মালিকানা ছিল সাবেক বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের। এর কিছুদিন পরই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা প্রায় ২ হাজার ৭৭৬ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৩০০টিরও বেশি সম্পত্তি।
অনুসন্ধানে আরও জানা যায়, গত এক বছরে যুক্তরাজ্যের জমি নিবন্ধন কর্তৃপক্ষে অন্তত ২০টি গুরুত্বপূর্ণ সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়ে। এর মধ্যে রয়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহানের নামে নাইটসব্রিজে একটি চারতলা বাড়ি। এটি প্রথমে হস্তান্তর এবং পরে ৭.৩৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি করা হয় এক অজ্ঞাতনামা হিসাবরক্ষকের মালিকানাধীন কোম্পানির কাছে।
সায়েমের ভাই শাফিয়াত সোবহান সারে ভার্জিনিয়া ওয়াটারে ৮ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি প্রাসাদসদৃশ ম্যানসনের মালিকানা হস্তান্তর করেন। একই সময়ে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান ১০ মিলিয়ন পাউন্ডের রিজেন্টস পার্ক সংলগ্ন একটি টাউনহাউস বিক্রি করেন এবং আরও তিনটি সম্পত্তির রিফাইন্যান্স আবেদন জমা দেন।
এদিকে সালমান এফ রহমান পরিবারের মালিকানাধীন লন্ডনের গ্রোসভেনর স্কয়ারে অবস্থিত ৩৫ মিলিয়ন পাউন্ডের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও ইতোমধ্যে NCA কর্তৃক ফ্রিজ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সালমান এফ রহমানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। তারা যেকোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তিগুলো যেন বিক্রি, স্থানান্তর বা বন্ধক রাখতে না দেওয়া হয়।
তিনি আরও বলেন, "আমরা নিশ্চিত যে, অনেকেই ইতোমধ্যে তাদের সম্পদ বিক্রির চেষ্টা করছেন। তাই দ্রুত এসব সম্পত্তি কঠোরভাবে ফ্রিজ করা জরুরি।"
ব্রিটিশ সংসদের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন অ্যান্টি করাপশনের প্রধান জো পাওয়েল বলেন, "ইতিহাস সাক্ষ্য দেয়-যদি সময়মতো সম্পদ জব্দ না করা হয়, সেগুলো মুহূর্তেই উধাও হয়ে যায়। লন্ডন যেন দুর্নীতিগ্রস্ত ধনীদের নিরাপদ আশ্রয়ে পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে।"
তদন্তে প্রশ্ন তোলা হয়েছে, বিপুল সম্পদের এই লেনদেনের ক্ষেত্রে যুক্তরাজ্যের আইনজীবী ও পরামর্শদাতারা আদৌ যথাযথ যাচাইবাছাই করেছেন কি না। সংশ্লিষ্ট অনেকেই ইতোমধ্যে তাদের দায়িত্ববোধ ও সতর্কতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, এ অনুসন্ধান শুধু বাংলাদেশে দুর্নীতির চিত্রই উন্মোচন করছে না বরং আন্তর্জাতিক দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাজ্যের অবস্থান, নীতি এবং দায়বদ্ধতাকেও এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের