ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান বিধ্বস্ত : নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২১ ১৫:১২:২৫
উত্তরায় বিমান বিধ্বস্ত : নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশু-সহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহতদের মধ্যে অধিকাংশই কলেজটির শিক্ষার্থী বলে জানা গেছে। দগ্ধ অবস্থায় আহতদের দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নারী ও শিশু-সহ অন্তত ২৬ জন দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। তাদের সবার শরীরের বিভিন্ন অংশে গুরুতর দাহজনিত আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তারা।

সার্জন ডা. শাওন বলেন, আহতদের অধিকাংশই শিক্ষার্থী এবং তাদের বার্নের অবস্থা গুরুতর। এখনো ধীরে ধীরে নতুন রোগী আসছে। আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় আছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই আকাশ থেকে একটি প্রশিক্ষণ বিমান বিকট শব্দে মাইলস্টোন কলেজ ভবনের পাশে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়, তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, র‍্যাব ও পুলিশের একাধিক দল কাজ করছে। আহতদের উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেওয়া হচ্ছে জরুরি পদক্ষেপ।

বিমান বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত