ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
‘জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না সরকারি চাকরিতে’
.jpg)
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে তবে সেই কর্মসূচির মধ্যে ফ্ল্যাট বা চাকরিতে কোটা বরাদ্দ নেই।”
তিনি আরও বলেন, “পুনর্বাসনের অংশ হিসেবে প্রশিক্ষণ দিয়ে ব্যক্তির যোগ্যতা অনুযায়ী আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কেউ যদি হাঁস-মুরগি, গবাদিপশু বা মাছ চাষের মতো উদ্যোগ নিতে চান তাহলে সরকার সে অনুযায়ী সহায়তা দেবে।”
ভাতা প্রসঙ্গে তিনি জানান, জুলাই যোদ্ধারা ২০ হাজার টাকা মাসিক ভাতা পাচ্ছেন যেটি মুক্তিযোদ্ধাদের বর্তমান ভাতার সমান। তবে তিনি জোর দিয়ে বলেন, “মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য এবং তাঁদের প্রসঙ্গ এখানে টানা উচিত নয়। তারা মহান, তাঁদের স্বীকৃতি সার্বজনীনভাবে প্রতিষ্ঠিত।”
চাকরিতে কোটার প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই যোদ্ধারা মেধা ও যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ পাবেন। আলাদা কোনো কোটা থাকবে না।”
উপদেষ্টা আরও জানান, ৫ আগস্টের রক্তক্ষয়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় যা সরকারিভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে স্বীকৃত।
এই অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণে কাজ করার জন্য ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয় এবং ২৮ এপ্রিল ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়। একইসঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫’ জারির মাধ্যমে সরকার এই শ্রেণির মানুষদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
উপদেষ্টা আরও জানান, স্বাস্থ্য সেবা বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত ৮৪৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আহতদের শ্রেণিভুক্ত করে ‘ক’, ‘খ’ ও ‘গ’ শ্রেণিতে যথাক্রমে ৪৯৩, ৯০৮ এবং ১,৬৪২ জনের গেজেট প্রকাশ করা হয়। সম্প্রতি আরও ১,৭৬৯ জনের তথ্য পাওয়া গেছে যেটি যাচাই-বাছাই শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা