ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো ধরনের অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং হাতে যথেষ্ট সময় থাকায় সব ধরনের প্রস্তুতি সুচারুরূপে সম্পন্ন করা হচ্ছে।
রোববার (২০ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা এসব কথা বলেন।
সভাগুলোর মধ্যে একটি ছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এবং অন্যটি ঢাকা মেট্রোপলিটন ও এর আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বিশেষ সভা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সকল উপকমিশনার (ডিসি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সংশ্লিষ্ট কমান্ডিং অফিসার এবং সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র জানতে চাওয়া হয়। জবাবে তারা জানান, পূর্বের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী গণগ্রেফতারের বিষয়টি নাকচ করে দেন। তিনি বলেন, "আমরা নির্দেশনা দিয়েছি কোনো অবস্থাতেই যেন দুষ্কৃতকারী ছাড়া না পায় এবং নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়।"
তিনি আরও বলেন, যারা অন্যায় করেছে, কেবল তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপালগঞ্জে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই কাজ করছে।
গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্ন করার বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতপ্রকাশের ক্ষেত্রে যেন কোনো আক্রমণাত্মক বা অশালীন ভাষা ব্যবহার না হয়—সেটি খেয়াল রাখতে হবে।"
ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার