ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো ধরনের অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং হাতে যথেষ্ট সময় থাকায় সব ধরনের প্রস্তুতি সুচারুরূপে সম্পন্ন করা হচ্ছে।
রোববার (২০ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা এসব কথা বলেন।
সভাগুলোর মধ্যে একটি ছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এবং অন্যটি ঢাকা মেট্রোপলিটন ও এর আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বিশেষ সভা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সকল উপকমিশনার (ডিসি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সংশ্লিষ্ট কমান্ডিং অফিসার এবং সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র জানতে চাওয়া হয়। জবাবে তারা জানান, পূর্বের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী গণগ্রেফতারের বিষয়টি নাকচ করে দেন। তিনি বলেন, "আমরা নির্দেশনা দিয়েছি কোনো অবস্থাতেই যেন দুষ্কৃতকারী ছাড়া না পায় এবং নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়।"
তিনি আরও বলেন, যারা অন্যায় করেছে, কেবল তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপালগঞ্জে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই কাজ করছে।
গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্ন করার বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতপ্রকাশের ক্ষেত্রে যেন কোনো আক্রমণাত্মক বা অশালীন ভাষা ব্যবহার না হয়—সেটি খেয়াল রাখতে হবে।"
ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা