ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের সংখ্যা জানাল ফায়ার সার্ভিস

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২১ ১৪:৪২:৩৪
উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের সংখ্যা জানাল ফায়ার সার্ভিস

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজ এলাকার ক্যানটিনের ছাদে বিমানটি পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

দুপুর ২টার কিছু পর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে আটটি ইউনিট উদ্ধারকাজে অংশ নিচ্ছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এদিকে দুর্ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত