ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
১০ দিনের মধ্যে জুলাই সনদ সিদ্ধান্তে পৌঁছাতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী ১০ দিনের মধ্যে জুলাই সনদ সংক্রান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এই লক্ষ্যে তিনি রাজনৈতিক দলগুলোকে দ্রুত আলোচনায় অংশগ্রহণ ও মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে এ বৈঠকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সংক্রান্ত ইস্যু নিয়েও আলোচনা হয়।
সোমবার (২১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের সংলাপে তিনি এসব কথা বলেন।
বৈঠকের সূচনায় ড. আলী রীয়াজ জানান, কমিশন যেসব প্রস্তাব দিয়েছে, তার মধ্যে অন্তত আটটি বিষয়ে ইতোমধ্যে ব্যাপক পর্যায়ের ঐকমত্য তৈরি হয়েছে। কেউ কোনো বিষয়ে দ্বিমত জানালে, তা স্বচ্ছতার স্বার্থে জুলাই সনদ-এ পরিষ্কারভাবে উল্লেখ করা হবে।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, উচ্চকক্ষ (দ্বিকক্ষ সংসদ) বিষয়ক আলোচনায়ও সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আগামীকাল অথবা পরশুর মধ্যেই কমিশন এ বিষয়ে একটি চূড়ান্ত মত উপস্থাপন করতে চায়।
তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে অংশগ্রহণকারী অধিকাংশ দল একমত হয়েছে বলেই কমিশনের ধারণা। এখন প্রয়োজন এসব ঐকমত্যের বিষয়গুলো একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা।
ড. আলী রীয়াজ বলেন, এই প্রক্রিয়াটি শুধু একটি সনদ তৈরির নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্ধারণের পথরেখা। তাই কোনো দল যেন সময়ক্ষেপণ না করে, তা আমরা বিশেষভাবে অনুরোধ করছি।
জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, আলোচনার বাকি দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যেমন স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিক সংশোধন পদ্ধতি এবং নাগরিক অধিকার নিয়ে আলোচনা হবে। সেখান থেকেও জুলাই সনদ-এ অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব চূড়ান্ত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার