ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
১০ দিনের মধ্যে জুলাই সনদ সিদ্ধান্তে পৌঁছাতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী ১০ দিনের মধ্যে জুলাই সনদ সংক্রান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এই লক্ষ্যে তিনি রাজনৈতিক দলগুলোকে দ্রুত আলোচনায় অংশগ্রহণ ও মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে এ বৈঠকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সংক্রান্ত ইস্যু নিয়েও আলোচনা হয়।
সোমবার (২১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের সংলাপে তিনি এসব কথা বলেন।
বৈঠকের সূচনায় ড. আলী রীয়াজ জানান, কমিশন যেসব প্রস্তাব দিয়েছে, তার মধ্যে অন্তত আটটি বিষয়ে ইতোমধ্যে ব্যাপক পর্যায়ের ঐকমত্য তৈরি হয়েছে। কেউ কোনো বিষয়ে দ্বিমত জানালে, তা স্বচ্ছতার স্বার্থে জুলাই সনদ-এ পরিষ্কারভাবে উল্লেখ করা হবে।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, উচ্চকক্ষ (দ্বিকক্ষ সংসদ) বিষয়ক আলোচনায়ও সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আগামীকাল অথবা পরশুর মধ্যেই কমিশন এ বিষয়ে একটি চূড়ান্ত মত উপস্থাপন করতে চায়।
তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে অংশগ্রহণকারী অধিকাংশ দল একমত হয়েছে বলেই কমিশনের ধারণা। এখন প্রয়োজন এসব ঐকমত্যের বিষয়গুলো একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা।
ড. আলী রীয়াজ বলেন, এই প্রক্রিয়াটি শুধু একটি সনদ তৈরির নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্ধারণের পথরেখা। তাই কোনো দল যেন সময়ক্ষেপণ না করে, তা আমরা বিশেষভাবে অনুরোধ করছি।
জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, আলোচনার বাকি দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যেমন স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিক সংশোধন পদ্ধতি এবং নাগরিক অধিকার নিয়ে আলোচনা হবে। সেখান থেকেও জুলাই সনদ-এ অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব চূড়ান্ত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- চাঙ্গা বাজারের নেপথ্যে চার স্টার শেয়ার