ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা

২০২৬ জানুয়ারি ০৪ ২৩:৩০:২৬

ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই ইউনিটে ভর্তি হওয়া তিনটি ভিন্ন শাখা (ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক) থেকে প্রথম স্থান অর্জনকারী তিন শিক্ষার্থীর নাম জানা গেছে।

বাণিজ্য শাখা: ব্যবসায় শিক্ষা শাখা থেকে মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী তাসলিম সুলতান হিমেল। তিনি ভর্তি পরীক্ষার মূল ১০০ নম্বরের মধ্যে ৮৫ নম্বর পেয়েছেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ থাকায় আরও ২০ নম্বর যোগ হয়ে তাঁর মোট স্কোর দাঁড়িয়েছে ১০৫।

বিজ্ঞান শাখা: বিজ্ঞান শাখা থেকে ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন কুমিল্লা বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়া নটরডেম কলেজের শিক্ষার্থী আদিব বিন জামান। ভর্তি পরীক্ষায় তিনি ৮১ নম্বর পেয়েছেন। জিপিএ-এর ২০ নম্বরসহ তাঁর মোট প্রাপ্ত নম্বর ১০১।

মানবিক শাখা: মানবিক শাখা থেকে এই ইউনিটে শীর্ষস্থান দখল করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী লুবাইনা আনজুম। তিনি ভর্তি পরীক্ষায় ১০০-এর মধ্যে ৮৭ নম্বর পেয়ে চমক দেখিয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ-এর নম্বর যুক্ত হয়ে তাঁর মোট স্কোর দাঁড়িয়েছে ১০৭।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাজধানীসহ দেশের পাঁচটি বিভাগীয় শহরে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৫০টি আসনের বিপরীতে এবার ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩২ জন প্রার্থী। মোট আসনের মধ্যে ৯৩০টি ব্যবসায় শিক্ষা শাখার জন্য, ৯৫টি বিজ্ঞান শাখার জন্য এবং ২৫টি মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত