ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

আরও এক ইউনিটের ফল প্রকাশ করেছে জাবি

২০২৬ জানুয়ারি ১০ ১৭:১৩:২৯

আরও এক ইউনিটের ফল প্রকাশ করেছে জাবি

নিজস্ব প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান হলো কলা ও মানবিক অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার এই গুরুত্বপূর্ণ ইউনিটের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার (১০ জানুয়ারি) ‘সি-১’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদের চূড়ান্ত ফল ঘোষণা করে। এই ইউনিটের আওতায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে ভর্তির ফল প্রকাশিত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরপরই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

ভর্তি কার্যক্রমের পরবর্তী ধাপ, মেধাক্রম ও বিভাগভিত্তিক আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পর্যায়ক্রমে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফল দেখতে এখানেক্লিক করুন

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত