ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
স্বেচ্ছায় লিবিয়া থেকে ফিরতে চান দুই হাজারের বেশি বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দুই হাজারের বেশি বাংলাদেশি নাগরিক নিবন্ধন করেছেন, যাদের পর্যায়ক্রমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফেরত পাঠানো হবে। লিবিয়ার মিসরাতা শহরে এক গণশুনানিতে এই তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।
রোববার (২০ জুলাই) ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রদূত সম্প্রতি দূতাবাসের একটি দল নিয়ে মিসরাতা সফর করেন। সফরকালে তিনি সেখানে কর্মরত বাংলাদেশি পেশাজীবী ও সাধারণ প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং একটি গণশুনানিতে অংশ নেন।
গণশুনানিতে রাষ্ট্রদূত জানান, গত দেড় বছরে আইওএমের সহায়তায় ৫,৫০০-এরও বেশি বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আরও দুই হাজারের বেশি অভিবাসী দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন এবং তাদের পর্যায়ক্রমে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
রাষ্ট্রদূত প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, ২০২৫ সালের মধ্যেই দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালুর জন্য নিরলসভাবে কাজ চলছে। তিনি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা উল্লেখ করেন এবং সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেন।
অবৈধ অভিবাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করে তিনি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের প্রবাসী কল্যাণ স্কিমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান জানান।রাষ্ট্রদূত আরও জানান, দূতাবাস প্রবাসীদের ভিসা বা আকামা-সংক্রান্ত সমস্যা সমাধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি দেশের ভাবমূর্তি রক্ষায় লিবিয়ার আইন মেনে চলার জন্য সকল বাংলাদেশির প্রতি অনুরোধ জানান।
সফরকালে দূতাবাসের প্রতিনিধি দল মিসরাতায় বসবাসরত ২১৮ জন অভিবাসীকে আইওএমের কাছে নিবন্ধনের জন্য সার্বিক সহায়তা প্রদান করে এবং একটি কনস্যুলার সেবা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু