ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দাবিতে বিক্ষোভ
.jpg)
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে সিডনির আইকনিক অপেরা হাউসের সামনে এনসিপি অ্যালায়েন্স সিডনির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীদের মূল দাবি ছিল অবিলম্বে প্রবাসীদের ভোটাধিকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। তারা বলেন, এটি শুধু একটি দাবি নয়, বরং গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম।
এই কর্মসূচি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আদায়ের চলমান আন্দোলনের অংশ। আয়োজকরা জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ১ কোটি ৫০ লাখ বাংলাদেশি দেশের অর্থনীতি, শিক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে তারা বঞ্চিত।
বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বলেন, আমরা দেশের বাইরে থাকলেও দেশের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভোটাধিকার কোনো বিশেষ সুবিধা নয় এটি নাগরিকের মৌলিক অধিকার।
আয়োজকরা আরও জানান, সিডনির কর্মসূচির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা এই দাবি আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চান, যাতে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত হতে পারেন।
তারা আরও জানান, এটি কোনো বিশেষ সুবিধার দাবি নয়। এটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যথাযথ স্থান ফিরে পাওয়ার আহ্বান। আমরা দেশের বাইরে থাকি ঠিকই, কিন্তু দেশের ভবিষ্যতের সঙ্গে আমরা কখনও অনুপস্থিত নই।
২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজকরা বাংলাদেশের সরকার ও নির্বাচন কমিশনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা চান, একটি সুস্পষ্ট ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ ঘোষণা করা হোক, যাতে প্রবাসীরা আগামী নির্বাচন থেকেই ভোট দিতে পারেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার