ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
পাকিস্তানকে মোদির নতুন হুঁশিয়ারি
.jpg)
ডুয়া ডেস্ক: গত মাসের শেষ দিকে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম অবনতির দিকে গেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ চালায়। বর্তমানে দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি থাকলেও সীমান্তজুড়ে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।
এমন পরিস্থিতিতে আবারও পাকিস্তানকি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “ভারতের অধিকার রয়েছে এমন নদী থেকে পাকিস্তান পানি পাবে না।”
আজ বৃহস্পতিবার (২২ মে) কাশ্মীরে হামলার একমাস পর এমন মন্তব্য করলেন। ওই হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি প্রতিবেশী দেশের জন্য সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের রাজস্থানের বিকানেরে শহরে আয়োজিত জনসভায় নরেন্দ্র মোদি বলেন, “ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব। তিনি বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলায় ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার অবস্থা কী হয়, তা গোটা বিশ্ব দেখেছে।”
রাজস্থানের বিকানেরে আয়োজিত এক জনসভা থেকে ভার্চুয়ালি ১০৩টি ‘অমৃত ভারত স্টেশন’ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে এক হাজারেরও বেশি রেলস্টেশন আধুনিকায়নের কাজ চলছে। এরই মধ্যে ১০৩টি স্টেশন নির্মাণ সম্পন্ন হয়েছে। এসব স্টেশনে সংশ্লিষ্ট রাজ্যের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটানো হয়েছে।
সেখানে পেহেলগামের হামলা নিয়ে কথা বলতে গিয়ে বিজেপির এই নেতা বলেন, “যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে! নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
মোদি আরও বলেন, “পাকিস্তানের রহিম ইয়ার খান সেনা ঘাঁটি এখন আইসিইউতে রয়েছে! যারা সিঁদুর মুছতে এসেছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনোভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম। এবার সরাসরি বুকে মেরেছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার