ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
শাওন-হারুনসহ ১২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
.jpg)
ডুয়া ডেস্ক: অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার (২২ মে) এই আদেশ দেন।
মামলাটি করেছেন শাওনের সৎ মা নিশি ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, বাদীপক্ষের আইনজীবী মো. পিন্টু দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। পাশাপাশি আগামী ১ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ১৩ মার্চ নিশি ইসলাম ১২ জনকে আসামি করে হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ৫০ লাখ টাকা দেনমোহরে ইঞ্জিনিয়ার মো. আলীর সঙ্গে শরিয়া মোতাবেক বিয়ে হয় বাদীর। তবে মো. আলী তার প্রথম বিয়ের তথ্য গোপন রেখে প্রতারণার আশ্রয় নেন। তার আগের স্ত্রী ও চার সন্তান রয়েছে—যা বাদী পরে জানতে পারেন।
বাদীর অভিযোগ, ২৮ ফেব্রুয়ারি শাওনের বোন শিঞ্জন ও তার স্বামী সাব্বির বিয়ের তথ্য গোপন রাখার হুমকি দেন। এরপর ৪ মার্চ গুলশানে মো. আলীর বাসায় গেলে বাদী তার পূর্বের স্ত্রীর উপস্থিতি দেখে প্রতারণার ব্যাপারে নিশ্চিত হন এবং ওই বাসা থেকে তাকে জোর করে বের করে দেওয়া হয়।
পরদিন আবার শাওন ও এডিসি নাজমুল-সহ অন্য আসামিরা বাদীর বাসায় গিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন এবং ব্যর্থ হলে শাওন তাকে মারধর করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
আরও অভিযোগে বলা হয়েছে, ২৪ এপ্রিল ডিবির এক পরিদর্শকের মাধ্যমে বাদীকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শাওন-সহ অন্য আসামিরা আবারও মারধর করেন। সাবেক ডিবি প্রধান হারুন বাড্ডা থানার ওসিকে বাদীর বিরুদ্ধে মামলা নিতে নির্দেশ দেন এবং পরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার করে নির্যাতন করা হয়।
নিষেধাজ্ঞায় থাকা অন্য আসামিরা হলেন—সাবেক এডিসি নাজমুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. আলী (শাওনের বাবা), মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপ-পরিদর্শক শাহ আলম ও মোখলেছুর রহমান মিল্টন।
তালিকাভুক্তদের মধ্যে সাইফুল ইসলাম ভূঁইয়া ও শাহ আলম জামিনে রয়েছেন। বাকি ১০ জন পলাতক এবং তাদের বিরুদ্ধে ২২ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি