ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
নজরুল কনসার্টে দেশের ১০ ব্যান্ড, সবার জন্য ফ্রি
                                    ডুয়া ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান যুগে যুগে আন্দোলন ও সংগ্রামে মানুষকে সাহস ও প্রেরণা জুগিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনেও তার গান ও কবিতা ছিল অনুপ্রেরণার উৎস। এই প্রেক্ষাপটে নজরুলের ১০টি উদ্দীপনামূলক গান নিয়ে একটি বিশেষ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে কবি নজরুল ইনস্টিটিউট।
অ্যালবাম প্রকাশ উপলক্ষে আগামী ৩০ মে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয়েছে একটি কনসার্টের। সেখানে দেশের শীর্ষস্থানীয় ১০টি ব্যান্ড দল নজরুলের গান পরিবেশন করবে, নতুন ঢঙে।
এই আয়োজনের মাধ্যমে বিদ্রোহী কবির গান নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে চায় আয়োজক প্রতিষ্ঠানটি।
প্রকাশিতব্য অ্যালবামটিতে অংশ নেবে- সোলস, দলছুট, ওয়ারফেজ, আর্ক, শিরোনামহীন, এমএনবি, রেবেল, ব্ল্যাক, এফ মাইনর ও ডিফারেন্ট টাচ ব্যান্ড। অ্যালবাম প্রকাশনা উপলক্ষে আয়োজিত কনসার্টটি সবাই বিনা মূল্যে উপভোগ করতে পারবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক গান নিয়ে ব্যতিক্রমধর্মী এক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে কবি নজরুল ইনস্টিটিউট। এই উপলক্ষে আগামী ৩০ মে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে একটি বিশেষ কনসার্ট, যেখানে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় ১০টি ব্যান্ড দল।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই এই অ্যালবাম ও কনসার্ট ছিল আমার অগ্রাধিকারের তালিকায়। এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাতটি গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যেও জায়গা করে নেয়। সাম্প্রতিক ছাত্র-জনতার আত্মত্যাগ এবং তাদের বৈষম্যহীন সমাজের স্বপ্নে নজরুলের গান একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাই অ্যালবাম প্রকল্পটিকে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি।”
তিনি আরও জানান, “দেশের বড় ব্যান্ডগুলোর সঙ্গে কয়েক মাস ধরে আলোচনার পর তাদের গান রেকর্ডিংয়ে যুক্ত করা হয়। কনসার্টের দিনই অ্যালবামটি প্রকাশ করা হবে।”
অ্যালবামে যেসব গান থাকবে:‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘কারার ঐ লৌহ-কবাট’, ‘এই শিকল–পরা ছল্’, ‘দুর্গম গিরি, কান্তার–মরু’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’, ‘জয় হোক জয় হোক’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ এবং ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’।
প্রতিটি গান ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
এই প্রকল্পের মূল লক্ষ্য ভবিষ্যতে ব্যান্ড বা শিল্পীরা যাতে নজরুলের গান কাভার করতে পারেন, সেজন্য মানসম্পন্ন রেফারেন্স তৈরি করা। লতিফুল ইসলাম জানান, “প্রতিটি গানের সঠিক বাণী ও উপস্থাপনা নিশ্চিত করা হয়েছে। পুরো প্রকল্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান।”
কনসার্ট উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানটি শুরু হবে ৩০ মে বিকেল ৫টায়, কনসার্টটি সবাই বিনা মূল্যে উপভোগ করতে পারবে সরাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)