ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
মালয়েশিয়ায় অবৈধদের সাধারণ ক্ষমা, ফিরতে পারবেন দেশে
.jpg)
ডুয়া ডেস্ক: মালয়েশিয়ায় এখনও বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী রয়েছেন, যারা অভিবাসন পুলিশের নজর এড়িয়ে বসবাস করছেন। এবার তাদের জন্য আসছে স্বস্তির খবর। দেশটির সরকার এক বছরের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি চালু করেছে, যার আওতায় অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন কোনো সাজা বা আইনি জটিলতা ছাড়াই।
শুক্রবার (১৬ মে) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এই ঘোষণা দেন।
এই কর্মসূচির আওতায় ১৯ মে ২০২৫ থেকে শুরু করে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অবৈধ প্রবাসীরা নিজ দেশে ফিরতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে, অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হতে পারে।
১৮ বছরের কম বয়সীদের জন্য কোনো জরিমানার প্রয়োজন হবে না, তবে ‘বিশেষ পাস’ সংগ্রহের জন্য ২০ রিঙ্গিত পরিশোধ করতে হবে। মন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, যারা পূর্বের সাধারণ ক্ষমা কর্মসূচিতে নিবন্ধন করেও দেশ ছাড়েননি, তারা এবার এই সুযোগের আওতাভুক্ত হবেন না।
ক্যারাম এশিয়া নামক একটি আঞ্চলিক সংগঠন জানিয়েছে, মালয়েশিয়ায় ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। যদিও বাংলাদেশের নির্দিষ্ট পরিসংখ্যান নেই, তবে প্রবাসী কল্যাণ সংস্থা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধারণা, বর্তমানে মালয়েশিয়ায় দেড় থেকে দুই লাখ বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন।
বিএমইটির তথ্যমতে, ১৯৯২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করতে গেছেন প্রায় সাড়ে ১০ লাখ বাংলাদেশি। তবে নানা অনিয়মের কারণে ২০২3 সালের সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে। এটি পুনরায় চালু করতে কাজ করছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।
১৫ মে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের সঙ্গে বৈঠক করেন তিনি।
গত ৬ মাসে প্রায় আড়াই হাজার বাংলাদেশি ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন। এছাড়া গত এক দশকে প্রায় ৮০ হাজারের বেশি কর্মী খালি হাতে দেশে ফিরেছেন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও ব্র্যাকের অভিবাসন বিভাগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প