ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ভারতে অ্যাপলের বিনিয়োগে আপত্তি ট্রাম্পের
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান না, প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল ভারতে আইফোন বা অন্যান্য পণ্যের উৎপাদন করুক। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে অ্যাপলের সিইও টিম কুককে তিনি এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, দোহার ওই ব্যবসায়িক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, টিম কুকের সঙ্গে তার ‘একটু সমস্যা’ হয়েছে। তিনি বলেন, “আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলার (বিনিয়োগ) নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি, তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি চাই না, তুমি ভারতে কারখানা গড়ো।”
ট্রাম্প বলেন, “তুমি ভারতে কারখানা গড়তে পারো, যদি তুমি ভারতের দেখভাল করতে চাও। কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন।”
তিনি আরও দাবি করেন, দিল্লি ওয়াশিংটন ডিসিকে একটি প্রস্তাব দিয়েছে, যেখানে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক না বসাতে রাজি হয়েছে। ট্রাম্প বলেন, “তারা (ভারত) আমাদের একটি চুক্তি প্রস্তাব করেছে। যেখানে তারা কার্যত আমাদের ওপর কোনো শুল্ক না বসাতে রাজি হয়েছে। আমি টিমকে বললাম, আমরা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি চীনে বছরের পর বছর ধরে যত কারখানা গড়েছ, তা আমরা সহ্য করেছি। কিন্তু আমরা চাই না, তুমি ভারতে কারখানা গড়ো। ভারত নিজেদেরটা নিজেরাই দেখে নিতে পারবে।”
তিনি জানান, অ্যাপল এখন যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে কাজ করছে। এরই মধ্যে চীন থেকে উৎপাদন সরিয়ে এনে ভারতকে অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলছে অ্যাপল। এই অবস্থায় ট্রাম্পের এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
এর আগে এ মাসেই এএফপি জানায়, টিম কুক বলেছেন, তিনি আশা করেন, “যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশির ভাগ আইফোনের উৎস দেশ হবে ভারত।”
বর্তমানে অ্যাপলের ভারতে তিনটি কারখানা রয়েছে—দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। এর একটি পরিচালনা করে ফক্সকন, বাকি দুটি টাটা গ্রুপ। জানা গেছে, আরও দুটি কারখানা স্থাপন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে