ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
ভারতে অ্যাপলের বিনিয়োগে আপত্তি ট্রাম্পের

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান না, প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল ভারতে আইফোন বা অন্যান্য পণ্যের উৎপাদন করুক। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে অ্যাপলের সিইও টিম কুককে তিনি এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, দোহার ওই ব্যবসায়িক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, টিম কুকের সঙ্গে তার ‘একটু সমস্যা’ হয়েছে। তিনি বলেন, “আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলার (বিনিয়োগ) নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি, তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি চাই না, তুমি ভারতে কারখানা গড়ো।”
ট্রাম্প বলেন, “তুমি ভারতে কারখানা গড়তে পারো, যদি তুমি ভারতের দেখভাল করতে চাও। কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন।”
তিনি আরও দাবি করেন, দিল্লি ওয়াশিংটন ডিসিকে একটি প্রস্তাব দিয়েছে, যেখানে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক না বসাতে রাজি হয়েছে। ট্রাম্প বলেন, “তারা (ভারত) আমাদের একটি চুক্তি প্রস্তাব করেছে। যেখানে তারা কার্যত আমাদের ওপর কোনো শুল্ক না বসাতে রাজি হয়েছে। আমি টিমকে বললাম, আমরা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি চীনে বছরের পর বছর ধরে যত কারখানা গড়েছ, তা আমরা সহ্য করেছি। কিন্তু আমরা চাই না, তুমি ভারতে কারখানা গড়ো। ভারত নিজেদেরটা নিজেরাই দেখে নিতে পারবে।”
তিনি জানান, অ্যাপল এখন যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে কাজ করছে। এরই মধ্যে চীন থেকে উৎপাদন সরিয়ে এনে ভারতকে অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলছে অ্যাপল। এই অবস্থায় ট্রাম্পের এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
এর আগে এ মাসেই এএফপি জানায়, টিম কুক বলেছেন, তিনি আশা করেন, “যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশির ভাগ আইফোনের উৎস দেশ হবে ভারত।”
বর্তমানে অ্যাপলের ভারতে তিনটি কারখানা রয়েছে—দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। এর একটি পরিচালনা করে ফক্সকন, বাকি দুটি টাটা গ্রুপ। জানা গেছে, আরও দুটি কারখানা স্থাপন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা