ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
নতুন মোড় পাকিস্তানের রাজনীতিতে
ডুয়া ডেস্ক: পাকিস্তানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও পারস্পরিক উত্তেজনার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।
গত সোমবার, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন তিনি। গওহর জানান, ইমরান খান আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন, তবে তিনি চান আলোচনা যেন গোপনে হয়, যাতে তা ফলপ্রসূ হয় এবং অহেতুক রাজনৈতিক প্রচারণার শিকার না হয়।
পিটিআইর পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে আলোচনার একাধিক উদ্যোগ মিডিয়ার অতিরিক্ত নজরদারি ও রাজনৈতিক উত্তেজনার কারণে সফল হয়নি। তাই এবার দলটি চাইছে, আলোচনার প্রতিটি ধাপ গোপনীয়তার মধ্যে সম্পন্ন হোক।
ব্যারিস্টার গওহর বলেন, “আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলোচনার প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছি এবং তিনি সম্মতি জানিয়েছেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।”
এর আগেও জাতীয় পরিষদে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পিটিআইকে একটি জাতীয় সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে পিটিআই পরিষ্কার জানিয়েছে, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সম্মতি ছাড়া কোনো আলোচনায় তারা অংশ নেবে না।
এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে, যখন পাকিস্তান একাধিক অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করছে—যার মধ্যে রয়েছে ভারতের সীমান্তে আগ্রাসন, গভীর অর্থনৈতিক সঙ্কট এবং রাজনৈতিক অস্থিরতা। একইসঙ্গে দেশটিতে সামরিক ও বেসামরিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়েও নতুন করে বিতর্ক তীব্র হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ যদি সফল হয় তবে তা পাকিস্তানে একটি নতুন রাজনৈতিক সমঝোতার পথ খুলে দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার