ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
নতুন মোড় পাকিস্তানের রাজনীতিতে
ডুয়া ডেস্ক: পাকিস্তানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও পারস্পরিক উত্তেজনার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।
গত সোমবার, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন তিনি। গওহর জানান, ইমরান খান আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন, তবে তিনি চান আলোচনা যেন গোপনে হয়, যাতে তা ফলপ্রসূ হয় এবং অহেতুক রাজনৈতিক প্রচারণার শিকার না হয়।
পিটিআইর পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে আলোচনার একাধিক উদ্যোগ মিডিয়ার অতিরিক্ত নজরদারি ও রাজনৈতিক উত্তেজনার কারণে সফল হয়নি। তাই এবার দলটি চাইছে, আলোচনার প্রতিটি ধাপ গোপনীয়তার মধ্যে সম্পন্ন হোক।
ব্যারিস্টার গওহর বলেন, “আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলোচনার প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছি এবং তিনি সম্মতি জানিয়েছেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।”
এর আগেও জাতীয় পরিষদে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পিটিআইকে একটি জাতীয় সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে পিটিআই পরিষ্কার জানিয়েছে, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সম্মতি ছাড়া কোনো আলোচনায় তারা অংশ নেবে না।
এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে, যখন পাকিস্তান একাধিক অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করছে—যার মধ্যে রয়েছে ভারতের সীমান্তে আগ্রাসন, গভীর অর্থনৈতিক সঙ্কট এবং রাজনৈতিক অস্থিরতা। একইসঙ্গে দেশটিতে সামরিক ও বেসামরিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়েও নতুন করে বিতর্ক তীব্র হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ যদি সফল হয় তবে তা পাকিস্তানে একটি নতুন রাজনৈতিক সমঝোতার পথ খুলে দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল