ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
ধারণার চেয়েও দ্রুত ধ্বং-স হবে মহাবিশ্ব, আরও যা বলছে নতুন গবেষণা

ডুয়া ডেস্ক: পৃথিবী বা মহাবিশ্ব কতদিন টিকে থাকবে—এই প্রশ্ন বহুদিন ধরেই ভাবিয়ে তুলছে বিজ্ঞানী ও সাধারণ মানুষকে। আগে ধারণা করা হয়েছিল, মহাবিশ্বের আয়ু হবে প্রায় ১০¹¹⁰⁰ বছর (১-এর পরে ১১০০টি শূন্য)। তবে সাম্প্রতিক এক গবেষণা সে ধারণা বদলে দিয়েছে।
ডাচ গবেষকরা জানাচ্ছেন, মহাবিশ্বের সমাপ্তি পূর্বাভাসের তুলনায় অনেক আগেই ঘটে যেতে পারে। র্যাডবাউড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণার ফল প্রকাশ করেছেন 'জার্নাল অব কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিকেল ফিজিক্স'–এ।
গবেষণার প্রধান লেখক হেইনো ফালকে জানান, আগের চেয়ে দ্রুত শেষ হতে পারে সৃষ্টিজগতের সময়কাল, যদিও সেটা এখনো বহু দূরের ভবিষ্যৎ। তাদের মতে, মহাবিশ্ব ধ্বংস হতে সময় লাগবে প্রায় ১০⁷⁸ বছর (১-এর পরে ৭৮টি শূন্য)।
এই বিশ্লেষণ ভিত্তি করে গড়া হয়েছে ‘হকিং বিকিরণ’ তত্ত্বের ওপর। ১৯৭০-এর দশকে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং দেখিয়েছিলেন, ব্ল্যাক হোল (কৃষ্ণগহ্বর) ধীরে ধীরে শক্তি হারিয়ে বিকিরণের মাধ্যমে শেষ হয়ে যায়—যেমন গ্লাসে রাখা ট্যাবলেট ধীরে ধীরে গলে যায়।
র্যাডবাউডের গবেষকরা হকিংয়ের তত্ত্বটি অন্যান্য মহাজাগতিক বস্তুর উপর প্রয়োগ করেন এবং দেখেন, সেগুলোর আয়ুষ্কাল নির্ভর করে ঘনত্বের উপর। এভাবেই তারা সবচেয়ে দীর্ঘস্থায়ী বস্তু—সাদা বামন—এর বিলুপ্তিকাল নির্ধারণে সক্ষম হন।
সহ-গবেষক ওয়াল্টার ভ্যান সুইলেকম বলেন, “এই গবেষণা আমাদের তত্ত্বগুলো আরও গভীরভাবে বোঝার সুযোগ দিচ্ছে। একদিন হয়তো হকিং বিকিরণের প্রকৃত স্বরূপ আমরা পুরোপুরি উন্মোচন করতে পারব।”
তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মহাবিশ্বের শেষ যতই দূরে থাকুক, মানবজাতির অস্তিত্ব তার অনেক আগেই হুমকির মুখে পড়বে। ধারণা করা হয়, এক বিলিয়ন বছরের মধ্যে সূর্য এতটাই উত্তপ্ত হয়ে উঠবে যে পৃথিবীর সব পানি বাষ্প হয়ে যাবে। আর আট বিলিয়ন বছরের মধ্যে সূর্য তার আয়ু শেষে প্রসারিত হয়ে পৃথিবীকে গ্রাস করবে।
তাই পৃথিবীর বাইরে বসতি গড়তে না পারলে মানব সভ্যতা বিলুপ্ত হওয়ার আশঙ্কা আরও আগেই বাস্তব হতে পারে।
তথ্য: সিবিএস নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা