ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এআই নির্মিত ভিডিওর জন্য ইউটিউবের নতুন নিয়ম

ডুয়া নিউজ- তথ্য প্রযুক্তি
২০২৫ জুলাই ১৪ ১৫:২৯:১৮
এআই নির্মিত ভিডিওর জন্য ইউটিউবের নতুন নিয়ম

ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত ও মনিটাইজেশন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে ইউটিউব। আগামী ১৫ জুলাই ২০২৫ থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিয়মে এই আপডেট কার্যকর হবে।

ইউটিউব জানিয়েছে, নতুন এই গাইডলাইনের মূল লক্ষ্য হলো মূলত আসল এবং নির্ভরযোগ্য কনটেন্টকে অগ্রাধিকার দেওয়া এবং নিম্নমানের, ক্লিকবেইটধর্মী এআই ভিডিওর বিস্তার রোধ করা।

নতুন নিয়ম অনুযায়ী, আপলোড হওয়া ভিডিওগুলোতে এআই ব্যবহার করা হয়েছে কি না তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। বিশেষ করে যেসব ভিডিও “মাস প্রোডিউসড” বা পুনরাবৃত্তিমূলক তাদের মনিটাইজেশনের সুযোগ উল্লেখযোগ্যভাবে সীমিত করা হবে।

এ প্রসঙ্গে ইউটিউবের সম্পাদকীয় প্রধান রেনে রিচি বলেছেন, এটি কোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নয় বরং এই পরিবর্তনের লক্ষ্য হলো এমন চ্যানেলগুলোকে সীমিত করা যারা এআই ব্যবহার করে গঠনমূলক মান ছাড়াই কনটেন্ট তৈরি করে থাকে। তবে যেসব চ্যানেল নিয়ম মেনে ভয়েস-ভিত্তিক বা ফেসলেস কনটেন্ট তৈরি করছে এবং ইতোমধ্যেই মনিটাইজেশনের যোগ্য তারা এই নিয়মের ফলে প্রভাবিত হবে না।

এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। এতদিন ইউটিউবে এআই দিয়ে বানানো বিভ্রান্তিকর, প্রতারণামূলক কিংবা তৃতীয় পক্ষের বিজ্ঞাপননির্ভর ভিডিও বারবার নীতিমালা ভঙ্গ করেও মনিটাইজড হতো। এছাড়া ইউটিউবের পক্ষ থেকে এসব কনটেন্টে ব্যবস্থা নিতে ধীরগতির অভিযোগও ছিল। ফলে প্ল্যাটফর্মটির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছিল।

বিশ্লেষকরা বলছেন, নতুন নিয়ম বাস্তবায়িত হলে এআই অপব্যবহারকারীদের জন্য এটি একটি বড় ধাক্কা হবে এবং ইউটিউবে গুণগত ও নির্ভরযোগ্য কনটেন্ট তৈরির পরিবেশ আরও সুসংহত হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: এআই ইউটিউব

সর্বোচ্চ পঠিত