ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
চাকরি হারাবে লাখ লাখ মানুষ
বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ইতোমধ্যেই বহু পেশাজীবীর কর্মসংস্থান হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে শ্রমনির্ভর পেশাজীবীরা এ ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছেন। প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী কয়েক বছরে এআইয়ের কারণে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ চাকরি হারাতে পারেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, জেনারেটিভ এআইয়ের দ্রুত অগ্রগতির ফলে ৮০ শতাংশ সফটওয়্যার প্রকৌশলী ভবিষ্যতে চাকরি হারাতে পারেন। যদি তারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন (আরএজি) এর মতো প্রযুক্তিতে দক্ষতা অর্জন না করেন।
অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি সতর্ক করে বলেছেন, কাজের দক্ষতা বাড়াতে এআই ব্যবহারের মাধ্যমে করপোরেট স্তরের কর্মীসংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই তাদের এআই ব্যবহারের পরিকল্পনা প্রকাশ করেছে।
এআই স্টার্টআপ অ্যানথ্রোপিকের প্রধান দারিও আমোডেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, অফিস পর্যায়ের প্রাথমিক কাজগুলোর অর্ধেকই বিলুপ্ত হয়ে যেতে পারে এআইয়ের কারণে।
মাইক্রোসফট চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যা কোম্পানির মোট কর্মীর প্রায় ৪ শতাংশ। এর আগে মে মাসে তারা আরও ৬ হাজার কর্মী ছাঁটাই করেছিল।
এমআইটি-এর গবেষণা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বব্যাপী কর্মসংস্থানে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মতে, উন্নত দেশের ৬০ শতাংশ এবং বৈশ্বিকভাবে ৪০ শতাংশ চাকরি কোনো না কোনোভাবে এআই দ্বারা প্রভাবিত হবে। আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেন, “এআইর প্রভাবে কর্মসংস্থানে বৈষম্য আরও বাড়তে পারে।”
তবে এর ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন, অতীতে প্রতিটি নতুন প্রযুক্তিই প্রাথমিকভাবে ভয় তৈরি করেছে। তবে সেসব ভয় কাটিয়ে উঠে নতুন সম্ভাবনার দরজা খুলেছে। এআইও এর ব্যতিক্রম নয়।
বিশ্লেষকদের মতে, এআই যুগে টিকে থাকতে হলে কেবল কোডিং বা কম্পিউটার জ্ঞানই যথেষ্ট নয়। প্রয়োজন গণিত, পরিসংখ্যান, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমন্বিত জ্ঞান— অর্থাৎ বহুমাত্রিক দক্ষতা। কারণ আধুনিক বিশ্বের জটিল সমস্যাগুলোর সমাধান শুধু একক কোনো দক্ষতা দিয়ে সম্ভব নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা