ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

ফেসবুকে লিংক শেয়ারে আসছে সীমাবদ্ধতা, গুনতে হতে পারে টাকা

২০২৫ ডিসেম্বর ২১ ২১:৪০:০১

ফেসবুকে লিংক শেয়ারে আসছে সীমাবদ্ধতা, গুনতে হতে পারে টাকা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুকে যারা নিয়মিত বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করে থাকেন, তাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ নিয়ে আসছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। এখন থেকে ফ্রিতে ইচ্ছেমতো লিংক শেয়ার করার সুযোগ বন্ধ হতে যাচ্ছে। নির্দিষ্ট সীমার বেশি লিংক পোস্ট করতে হলে ব্যবহারকারীকে গুনতে হবে বাড়তি টাকা।

সম্প্রতি মেটা ‘প্রফেশনাল মোড’ এবং ‘ফেসবুক পেজ’ ব্যবহারকারীদের জন্য লিংক পোস্ট করার সংখ্যা সীমিত করার একটি পরীক্ষা শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, এই পরীক্ষার আওতায় থাকা ব্যবহারকারীরা সর্বোচ্চ ৪টি লিংক ফ্রিতে পোস্ট করতে পারছেন। এর বেশি লিংক শেয়ার করতে চাইলে প্রতি মাসে অন্তত ১৪.৯৯ ডলার (প্রায় ১,৮০০ টাকা) খরচ করে ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন নিতে হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে মেটা এই পরীক্ষার কথা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, মূলত মেটা ভেরিফায়েড গ্রাহকদের জন্য বাড়তি কী কী সুবিধা যোগ করা যায়, তা যাচাই করতেই এই সীমিত পরিসরের পরীক্ষা চালানো হচ্ছে।

তবে মেটা জানিয়েছে, সব ধরনের লিংকের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য নয়। ব্যবহারকারীরা এখনো কমেন্ট বক্সে লিংক দিতে পারবেন। এছাড়া অ্যাফিলিয়েট লিংক এবং ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ কোনো পোস্টের লিংক শেয়ারে কোনো বাধা নেই। আপাতত সংবাদমাধ্যম বা বড় প্রকাশকদের এই পরীক্ষার বাইরে রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাইরের ওয়েবসাইটে দর্শক চলে যাওয়া ঠেকাতেই মেটা এমন কৌশল অবলম্বন করছে। মেটার তথ্য অনুযায়ী, ফেসবুক ফিডের ৯৮ শতাংশের বেশি ভিউ আসে লিংকবিহীন পোস্ট থেকে। এই নতুন নিয়ম কার্যকর হলে কন্টেন্ট ক্রিয়েটর ও ব্র্যান্ডগুলো তাদের ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত