ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

জিমেইল ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিল গুগল

২০২৫ ডিসেম্বর ২৮ ১২:৪৫:০৯

জিমেইল ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিল গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জিমেইল ব্যবহারকারীদের জন্য ঠিকানা পরিবর্তনের নতুন সুবিধা নিয়ে আসছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা তাদের পুরোনো বা অপ্রাসঙ্গিক হয়ে পড়া ইমেইল ঠিকানা বদলে নতুন একটি ঠিকানা যোগ করতে পারবেন। সম্প্রতি গুগলের একটি সাপোর্ট পেজ থেকে এই তথ্যের ইঙ্গিত পাওয়া গেছে।

যেভাবে কাজ করবে এই ফিচার

গুগলের এই নতুন সুবিধাটি মূলত ‘অ্যালিয়াস’ (Alias) সিস্টেমের মতো কাজ করবে। ব্যবহারকারী একটি নতুন জিমেইল ঠিকানা তৈরি করে সেটিকে তার অ্যাকাউন্টের ‘প্রধান ঠিকানা’ হিসেবে সেট করতে পারবেন। তবে পুরোনো ঠিকানাটিও সক্রিয় থাকবে অ্যালিয়াস হিসেবে। অর্থাৎ, কেউ যদি পুরোনো ঠিকানায় মেইল পাঠায়, তবে সেটিও নতুন ঠিকানার ইনবক্সে চলে আসবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই পরিবর্তনের ফলে ড্রাইভের ফাইল, ছবি বা পুরোনো ইমেইল হারানোর কোনো ভয় থাকবে না।

সুবিধার সীমাবদ্ধতা

গুগল জানিয়েছে, এই সুবিধাটি ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত থাকবে। একজন ব্যবহারকারী বছরে কেবল একবারই তার ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এছাড়া একটি অ্যাকাউন্টের বিপরীতে সর্বোচ্চ তিনটি নতুন ঠিকানা তৈরি করার সুযোগ থাকবে। তবে চাইলে যেকোনো সময় আবার পুরোনো ঠিকানায় ফিরে যাওয়ার সুযোগও রাখা হয়েছে।

কাদের জন্য এটি বেশি উপযোগী

বিশেষ করে যারা কৈশোরে শখের বসে বা কোনো কার্টুন/গেমের নামে জিমেইল খুলেছিলেন, পেশাগত জীবনে এসে তাদের জন্য এই ঠিকানাগুলো বেশ বিব্রতকর হয়ে ওঠে। আবার নাম পরিবর্তনের কারণে যারা নতুন ডিজিটাল পরিচয় চান, তাদের জন্য এই ফিচারটি হবে অত্যন্ত কার্যকরী।

কবে নাগাদ পাওয়া যাবে

গুগল এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী সবার জন্য এটি উন্মুক্ত করেনি। প্রতিবেদন অনুযায়ী, এটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং ধাপে ধাপে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি জিমেইলের ইতিহাসে অন্যতম বড় এবং প্রয়োজনীয় একটি আপডেট হতে যাচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত