ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
বাজারে এলো ‘হিউম্যান ওয়াশিং মেশিন’
ডুয়া ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তব রূপ পেল ভবিষ্যতের প্রযুক্তি ‘হিউম্যান ওয়াশিং মেশিন’। আন্তর্জাতিক প্রদর্শনীতে আলোচনার ঝড় তোলার পর জাপানে শুরু হয়েছে এই অনন্য ডিভাইসের বাণিজ্যিক উৎপাদন। বাজারে আনুষ্ঠানিকভাবে মেশিনটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান সায়েন্স, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
বিশেষভাবে নকশা করা একটি পডের ভেতর শুয়ে দরজা বন্ধ করলেই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে শরীর পরিষ্কার হয় এটাই এ মেশিনের মূল কার্যপ্রণালী। কার্যক্রমের সময় রয়েছে সঙ্গীত শুনে আরাম করার ব্যবস্থা। তবে এটি কাপড় ধোয়ার মেশিনের মতো স্পিন করে না।ওসাকা এক্সপোতে ছয় মাসব্যাপী প্রদর্শনীতে ২৭ মিলিয়নের বেশি দর্শক ‘হিউম্যান ওয়াশার’-এর প্রোটোটাইপ দেখতে ভিড় করেছিলেন। ১৯৭০ সালে একই শহরের এক্সপোতে প্রদর্শিত পুরনো মডেলই নতুন সংস্করণের অনুপ্রেরণা।
সায়েন্সের মুখপাত্র সাচিকো মায়েকুরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির বর্তমান প্রেসিডেন্ট মাত্র ১০ বছর বয়সে ১৯৭০ সালের সেই প্রদর্শনী দেখে মুগ্ধ হয়েছিলেন। তার দাবি, এই মেশিন শুধু শরীরই নয়, মনও পরিষ্কার করে এতে ব্যবহারকারীর হার্টবিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য মনিটরিংয়ের সুবিধা রয়েছে।
মেশিনটি নিয়ে বিপুল আগ্রহ সৃষ্টি হওয়ায় যুক্তরাষ্ট্রের একটি রিসোর্ট কোম্পানি বাণিজ্যিক উৎপাদনে যোগাযোগ করে এবং এরপরই সায়েন্স বাস্তব উৎপাদনের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে ওসাকার একটি হোটেল প্রথম ইউনিটটি কিনে অতিথি সেবায় যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে।
গ্রাহকদের আকৃষ্ট করতে জাপানের সুপরিচিত ইলেকট্রনিক্স রিটেইলারইয়ামাদা ডেনকিমেশিনটির অর্ডার দিয়েছে এবং প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক্সক্লুসিভিটি বজায় রাখতে মাত্র৫০টি ইউনিটতৈরির পরিকল্পনা রয়েছে।
উন্নত ফিচার ও সীমিত উৎপাদনের ফলে মেশিনটির খুচরা মূল্য নির্ধারিত হয়েছে৬০ মিলিয়ন ইয়েন, যা প্রায়৩৮৫,০০০ ডলারসমমূল্য। ভবিষ্যতের বিলাসী প্রযুক্তি হিসেবে ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনায় এসেছে এই ‘হিউম্যান ওয়াশিং মেশিন’।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত