ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ফেসবুকে আয় করতে চান? জেনে নিন মনিটাইজেশন চালুর ধাপগুলো

ডুয়া নিউজ- তথ্য প্রযুক্তি
২০২৫ জুলাই ০৫ ১৫:৫৫:৪২
ফেসবুকে আয় করতে চান? জেনে নিন মনিটাইজেশন চালুর ধাপগুলো

ফেসবুক এখন আর শুধু সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম নয়—এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি আয়বর্ধক মাধ্যমও। ভিডিও, লাইভ, বা স্পন্সরড পোস্টের মাধ্যমে আয় করতে চাইলে আপনাকে ফেসবুক মনিটাইজেশন সুবিধা চালু করতে হবে। এজন্য নির্দিষ্ট কিছু শর্ত ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

কীভাবে ফেসবুক মনিটাইজেশন চালু করবেন?১. Creator Studio থেকে আবেদন করুন

  • Creator Studio ওয়েবসাইটে যান।
  • বাম পাশে Monetization অপশন পাবেন।
  • সেখানে আপনার পেজ মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা তা দেখা যাবে।
  • যোগ্য হলে Apply বাটনে ক্লিক করে আবেদন করুন।
  • ফেসবুক পর্যালোচনা শেষে মনিটাইজেশন চালু করবে।

প্রয়োজনীয় যোগ্যতা

  • পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে।
  • গত ৬০ দিনে ভিডিওগুলোতে ৬ লাখ মিনিট ওয়াচটাইম থাকতে হবে।
  • কমপক্ষে ৫টি ভিডিও থাকতে হবে, প্রতিটি ৩ মিনিট বা তার বেশি দৈর্ঘ্যের।
  • কনটেন্ট অবশ্যই Facebook Monetization Policies অনুসারে হতে হবে।
  • আপনার দেশ মনিটাইজেশনের আওতায় থাকতে হবে (বাংলাদেশে কিছু সুবিধা সীমিতভাবে চালু আছে)।

ভেরিফিকেশন ও প্রস্তুতি

  • পেজের About সেকশন পূরণ করুন।
  • প্রোফাইল ও কভার ফটো যুক্ত করুন।
  • Two-Factor Authentication চালু রাখুন।

মনিটাইজেশন সুবিধাগুলো কী কী?

  • In-stream Ads: ভিডিওর মধ্যে বিজ্ঞাপন।
  • Facebook Stars: লাইভে ভক্তদের স্টার পাঠানোর মাধ্যমে আয়।
  • Brand Collabs Manager: স্পন্সরশিপ বা ব্র্যান্ড ডিল।
  • Paid Online Events: অনলাইন ইভেন্ট আয়োজন করে উপার্জন।
  • Subscription: ফলোয়ারদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি।

পরামর্শনিয়মিত মানসম্পন্ন ভিডিও পোস্ট করুন এবং কমিউনিটি গাইডলাইন মেনে চলুন। ধাপে ধাপে কাজ করলে ফেসবুকে আয় শুরু করা সম্ভব।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত