ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
হোয়াটসঅ্যাপের বিকল্প নতুন অ্যাপ চলবে ইন্টারনেট ছাড়াই

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ জানাতে নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হচ্ছেন টুইটার (বর্তমানে ‘এক্স’)–এর সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি। ‘বিটচ্যাট’ নামের এই ব্যতিক্রমধর্মী অ্যাপটি কাজ করবে সম্পূর্ণ ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ চলবে ইন্টারনেট ছাড়াই।
এক্স-এ দেওয়া এক পোস্টে ডরসি জানান, অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগ্রহীরা ‘টেস্টফ্লাইট’ নামের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাপটির ট্রায়াল সংস্করণ চালিয়ে দেখতে পারবেন। একই সঙ্গে গিটহাবে প্রকাশ করা হয়েছে অ্যাপটির হোয়াইট পেপার।
বিটচ্যাটের মূল বৈশিষ্ট্য:
এটি একটি বিকেন্দ্রীকৃত (ডিসেন্ট্রালাইজড) ও পিয়ার-টু-পিয়ার মেসেজিং প্ল্যাটফর্ম।
ব্লুটুথ মেশ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে অর্থাৎ নিকটবর্তী ডিভাইসগুলোর মধ্যে বার্তা আদান-প্রদান হয়।
ব্যবহারের জন্য ইন্টারনেট, ফোন নম্বর, ই-মেইল বা কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয় না।
বিটচ্যাট ব্যবহারকারীদের ডিভাইসের মধ্যে অস্থায়ী, এনক্রিপ্ট করা বার্তা বিনিময় সম্ভব করে। এসব বার্তা দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে না বরং ডিফল্টভাবে মুছে যায় এবং কোনো কেন্দ্রীয় সার্ভারে জমা হয় না।
চলাফেরা করার সময় ব্যবহারকারীর ফোন স্থানীয় ব্লুটুথ ক্লাস্টার তৈরি করে। এই ক্লাস্টারগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বার্তাকে একটি ডিভাইস থেকে আরেকটিতে পাঠায়। ফলে ধীরে ধীরে সেটি পৌঁছে যায় দূরবর্তী ব্যবহারকারীর কাছেও—তাও আবার ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই।
অ্যাপটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘ব্রিজ ডিভাইস’। এগুলো একাধিক ব্লুটুথ ক্লাস্টারকে সংযুক্ত করে নেটওয়ার্ক বিস্তারে সহায়তা করে।
ডরসির ভাষায় এটি তার দীর্ঘদিনের গোপনীয়তা রক্ষা ও সেন্সরশিপ-বিরোধী অবস্থানেরই বাস্তব প্রতিফলন। তাই এই প্রকল্পকে তিনি ব্যক্তিগত গবেষণা হিসেবেও উল্লেখ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা