ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
শক্তি দেখানোর আগেই হার মানলো যুদ্ধজাহাজ
ডুয়া ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরোনো যুদ্ধজাহাজ ‘বিআরপি মিগুয়েল মালভার’ শেষবারের মতো সামরিক মহড়ায় অংশ নেওয়ার আগেই সমুদ্রের ঢেউয়ের কাছে হার মানল। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের চলমান যৌথ সামরিক মহড়া ‘বালিকাতান’-এ টার্গেট জাহাজ হিসেবে ব্যবহারের কথা থাকলেও তার আগেই এটি ডুবে যায়।
ফিলিপাইন নৌবাহিনী জানায়, পশ্চিম উপকূলে মহড়ার প্রস্তুতিকালে প্রতিকূল আবহাওয়া ও জাহাজটির অতিরিক্ত বয়সের কারণে ভেতরে পানি ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এটি সাগরে তলিয়ে যায়। ফলে নির্ধারিত মহড়াটি বাতিল করতে হয়।
একনজরে বিআরপি মিগুয়েল মালভার (PS-19):
-
মূল নাম: ইউএসএস ব্র্যাটলবোরো
-
নির্মাণ: ১৯৪৪ সালে, যুক্তরাষ্ট্রের মিশিগানে
-
ধরন: পেট্রোল ক্রাফট এস্কর্ট (রেসকিউ)
-
ওজন: ৯১৪ টন
-
দৈর্ঘ্য: প্রায় ৫৬ মিটার
জাহাজটি ১৯৪৫ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হয়ে জাপানি সাবমেরিন প্রতিরোধ এবং জার্মান বন্দী পরিবহণে অংশ নেয়। পরবর্তীতে ১৯৬৬ সালে এটি দক্ষিণ ভিয়েতনামের নৌবাহিনীতে হস্তান্তর করা হয়। সাইগনের পতনের পর ১৯৭৫ সালে এটি ফিলিপাইনে আশ্রয় নেয় এবং ১৯৭৭ সালে ফিলিপাইন নৌবাহিনীতে যুক্ত হয় ‘বিআরপি মিগুয়েল মালভার’ নামে।
মিগুয়েল মালভার ছিলেন ফিলিপাইনের একজন প্রখ্যাত বিপ্লবী নেতা, তাঁর নামেই এই জাহাজের নামকরণ। দীর্ঘ সময় ধরে জাহাজটি উদ্ধার অভিযান, টহল ও মানবিক সহায়তা মিশনে ব্যবহৃত হয়।
২০১১ সালে তাউই-তাউই এলাকায় বিপদগ্রস্ত এক জাহাজ থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করে। ২০১৮ সালে একই এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্তত ৫০টি পরিবারকে সহায়তা করে এবং আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অবশেষে ১০ ডিসেম্বর ২০২১ সালে এটি আনুষ্ঠানিকভাবে অবসর নেয়।
চলতি ‘বালিকাতান’ মহড়ায় এটি ৫ মে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহারের কথা ছিল। কিন্তু জাম্বালেস উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে খারাপ আবহাওয়ায় সকাল ৭টা ২০ মিনিটে এটি সাগরে ডুবে যায়।
‘বালিকাতান’ মহড়া শুরু হয় ২১ এপ্রিল, চলবে ৯ মে পর্যন্ত। প্রায় ১৪ হাজার সেনার অংশগ্রহণে আয়োজিত এই মহড়ার মূল উদ্দেশ্য দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসনের প্রেক্ষাপটে ফিলিপাইনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা।
ভবিষ্যতের দিকে নজর
বিআরপি মিগুয়েল মালভারের উত্তরসূরি হিসেবে ফিলিপাইন নৌবাহিনী ২০২৫ সালে নতুন গাইডেড মিসাইল ফ্রিগেট ‘বিআরপি মিগুয়েল মালভার (FFG-06)’ গ্রহণ করবে, যা দক্ষিণ কোরিয়ায় নির্মিত এবং আধুনিক যুদ্ধ সরঞ্জামে সজ্জিত।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মালভারের শেষ যাত্রা শান্ত হলেও এর ইতিহাস চিরকাল গর্বের অংশ হয়ে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি