ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
‘ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত’
.jpg)
ডুয়া ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বুধবার (৭ মে) প্রথম প্রহরে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান জবাবদিহির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানায়, উত্তেজনার মধ্যে ভারতীয় বাহিনীর তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে নামানো হয়েছে। ভূপাতিত হওয়া বিমানের মধ্যে একটি রাফায়েল ও একটি এসইউ-৩০ বাহাওয়ালপুরের আহমদপুর ইস্ট সীমান্তে এবং আরেকটি রাফায়েল পুলওয়ামার আওয়ান্টিপোরা এলাকায় ভূপাতিত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তানি বাহিনী কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি বলেও জানানো হয়।
এদিকে ভারতের কিছু গণমাধ্যমও পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। ভারতীয় কর্তৃপক্ষ এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
এর আগে, ভারতীয় সেনাবাহিনী জানায়, জম্মুর পুঞ্চ-রাজৌরি সীমান্তের ভিম্বার গলিতে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে কামান থেকে গোলাবর্ষণ শুরু করে। ভারতীয় বাহিনী পাল্টা জবাব দিচ্ছে বলে জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বিভাগের এক কর্মকর্তা।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, পাকিস্তানি গুলিতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে দুই নারী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, কাশ্মীর সীমান্তের ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে আখ্যা দিয়ে বলেন, পাকিস্তান এর উপযুক্ত জবাব দিয়েছে এবং আরও দেবে।
রাত ১টার দিকে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, ভারতের বিমান হামলায় বাহাওয়ালপুরের একটি মসজিদসহ তিনটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত ও একাধিক আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারতীয় বিমান হামলাগুলো পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ না করেই পরিচালিত হয়েছে। সব পাকিস্তানি যুদ্ধবিমান সফলভাবে ঘাঁটিতে ফিরে এসেছে।
রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, আজাদ কাশ্মিরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তান অভিযোগ করেছে, ভারত সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং তারা এর উপযুক্ত জবাব দেবে।
ভারত সরকার ‘অপারেশন সিন্দুর’ নামক একটি সামরিক অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছে। এর আওতায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালানো হয়। ভারতীয় বাহিনীর দাবি, এসব হামলা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে করা হয়েছে।
অপারেশনের পর ভারতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, “ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জয় হিন্দ।”
উল্লেখ্য, ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে এক বন্দুকধারীর হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর ধারাবাহিকতায় পাল্টাপাল্টি পদক্ষেপ শেষে পাকিস্তানে সরাসরি হামলা চালায় ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন