ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান নিল ওআইসি

ডুয়া ডেস্ক : দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এ উদ্বেগের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘ভিত্তিহীন অভিযোগ’ এই অঞ্চলের স্থিতিশীলতাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এমন অবস্থান দক্ষিণ এশিয়ায় বিদ্যমান উত্তেজনাকে জটিল করে তুলতে পারে বলেও জানানো হয়। সেই সঙ্গে ওআইসি পুনর্ব্যক্ত করেছে—সব ধরনের সন্ত্রাসবাদ এবং তা যে কেউ, যেখানেই ঘটাক না কেন, তার বিরুদ্ধেই তাদের নীতিগত অবস্থান।
ওআইসি আরও বলেছে, সন্ত্রাসবাদকে কোনো জাতি, ধর্ম, সংস্কৃতি কিংবা দেশের সঙ্গে জড়ানোর চেষ্টা তারা প্রত্যাখ্যান করে।
কাশ্মীর ইস্যু প্রসঙ্গে সংস্থাটি বলেছে, অমীমাংসিত এই বিরোধই দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অন্যতম প্রধান কারণ। ওখানকার জনগণ এখনও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনে স্বীকৃত আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত।
ওআইসি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানায়। একইসঙ্গে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়, ইউএনএসসি এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি এই সংকট নিরসনে কার্যকর ও বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
সম্প্রতি ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে একটি পর্যটন কেন্দ্রে হামলার পর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।
ভারত দাবি করে, এই হামলার সঙ্গে সীমান্তের ওপারের যোগসূত্র রয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চায়।
এই ঘটনার জেরে দুই দেশই একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নিয়েছে। নাগরিকদের ভিসা বাতিল ও কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করেছে তারা।
ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তিও স্থগিত করেছে, যা পাকিস্তানে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল এ ইস্যুতে একজোট হয়ে বলেছে—সিন্ধু নদীর পানিতে বঞ্চিত করার কোনো চেষ্টাই বরদাস্ত করা হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে