ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসও ‘জেড’ ক্যাটাগরিতে!
ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে ঘোষিত ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় 'জেড' ক্যাটাগরিতে নেমে গেছে। এ ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং বহুজাতিক কোম্পানি সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোম্পানিটি যথাসময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করলেও শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড বিতরণ করতে পারেনি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ এপ্রিল) থেকে আরএকে সিরামিকসকে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিএসইর তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, যেসব কোম্পানি নির্ধারিত সময়সীমার মধ্যে লভ্যাংশ বিতরণে ব্যর্থ হয়, সেগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এই ক্যাটাগরির কোম্পানিগুলো সাধারণত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় এবং সেগুলোর শেয়ারের দরপ্রবাহে অস্থিরতা দেখা দেয়।
বিশ্লেষকদের মতে, একটি বহুজাতিক কোম্পানির এ ধরনের পরিস্থিতিতে পড়া বাজারে আস্থার জন্য নেতিবাচক বার্তা বহন করে। এমন ঘটনা বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টিতে বাংলাদেশের শেয়ারবাজারের ইমেজ ক্ষুণ্ন করতে পারে এবং দেশীয় বিনিয়োগকারীদের মাঝেও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
এ বিষয়ে ডিএসইর একজন কর্মকর্তা জানিয়েছেন, কোম্পানিটি কেন সময়মতো ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির হস্তক্ষেপ চাওয়া হতে পারে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, কোম্পানিটির আর্থিক ভিত্তি দুর্বল নয়, এবং শিগগিরই তারা ডিভিডেন্ড বিতরণ করতে সক্ষম হতে পারে।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, বিষয়টি মূলত ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যত্যয় থেকে ঘটেছে, যা দ্রুত সমাধানযোগ্য। কোম্পানিটি ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে যথাসময়ে বিতরণ করতে পারবে না, এমন হতে পারে না। কারণ কোম্পানিটি আর্থিকভাবে এমন প্রকৃতির দুর্বল নয়। এটি সিরামিক খাতে অন্যতম শক্তিশালী ও ভালো ইমেজের কোম্পানি। তবে এমন ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সে বিষয়ে নিয়ন্ত্রকদের কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান