ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১৮ ডিসেম্বর)

২০২৫ ডিসেম্বর ১৮ ১০:২২:২৭

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১৮ ডিসেম্বর)

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচিকে ঘিরে যানজট ও সড়ক ভোগান্তি নিত্যদিনের চিত্র। গুরুত্বপূর্ণ এলাকা ঘিরে সভা-সমাবেশ, রাজনৈতিক ও সরকারি আয়োজনের কারণে হঠাৎ করেই থেমে যেতে পারে যান চলাচল। তাই অফিস, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত কাজে বের হওয়ার আগে আজ কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়াই বুদ্ধিমানের।

বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিতব্য উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো-

সমাজকল্যাণ উপদেষ্টার কর্মসূচি

দুপুর ১টায় ধানমন্ডির জয়িতা টাওয়ারে অবস্থিত জয়িতা ফাউন্ডেশনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উদ্যোক্তা মেলায় অংশ নেবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বিএনপির কর্মসূচি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিকাল সাড়ে ৩টায় সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

র‍্যাবের ব্রিফিং

প্রতারণা ও ভুয়া এজেন্সির মাধ্যমে রাশিয়ায় কাজ দেওয়ার প্রলোভনে মানব পাচারের অভিযোগে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তারের বিষয়ে সকাল ১১টায় ব্রিফিং করবে র‍্যাব। র‍্যাব-৪ ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ব্রিফিংয়ে বক্তব্য দেবেন সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীর।

বাংলাদেশ ব্যাংক গভর্নরের কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম: চ্যালেঞ্জস অ্যান্ড করণীয়’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া আলোচক হিসেবে থাকবেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি আবদুল হাই সরকার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।

রাজধানীতে চলাচলের পরিকল্পনা নির্ধারণের ক্ষেত্রে এসব কর্মসূচি বিবেচনায় রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত