ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
নিয়ন্ত্রণের বাইরে আগুন, দাবানলে পুড়েই চলছে ইসরায়েল
ডুয়া ডেস্ক: ইসরায়েলের জেরুজালেমে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর আগুনের তীব্রতা আরও বেড়ে যায় এবং তা আশপাশের বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৬৩ জন ফায়ারফাইটার ও ১২টি দমকল বিমান যৌথভাবে কাজ করছে। কিন্তু প্রচেষ্টা সত্ত্বেও লাটরান, নেভে শালম, এসটাওলসহ বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া মেভো হারোন, বেইত মেইর, মেসিলাত জিওন ও শাহার গাহাই এলাকার কাছাকাছিও আগুনে আক্রান্ত হয়েছে।
এই দাবানলে অন্তত ডজনখানেক মানুষ আহত হয়েছেন, যদিও তাদের কারও অবস্থা গুরুতর নয়। ইতোমধ্যে প্রায় ২,৯০০ একর এলাকা আগুনে পুড়ে গেছে।
জেরুজালেম জেলার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান জানিয়েছেন, জেরুজালেম পাহাড়ে ছড়িয়ে পড়া এই দাবানল ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহৎ হতে পারে। তিনি বলেন, দাবানলের উৎসস্থল ছিল বেইত শেমেশের কাছে মেসিলাত সিয়োন এলাকা। সেখান থেকে প্রবল বাতাসের সাহায্যে আগুন পশ্চিমে ও পরে পূর্ব দিকে ছড়িয়ে পড়ে।
তিনি আরও সতর্ক করেন, বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
এদিকে দাবানলের কারণ এখনও নিশ্চিত নয়। তদন্ত শুরু না হলেও ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেত সন্দেহ করছে, কিছু এলাকায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ