ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
পাক-ভারত সীমান্তে টানা গোলাগুলি চলছেই, উত্তেজনা চরমে

ডুয়া ডেস্ক: কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এ সংঘর্ষ ঘটে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত পাঁচ রাত ধরেই সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে। এনডিটিভি আরও দাবি করেছে, কুপওয়ারা, বারামুল্লা এবং আখনূর সেক্টরের বিপরীতে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছুঁড়েছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা "সংযত ও কার্যকর" জবাব দিয়েছে বলে জানানো হয়েছে।
তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি এবং দেশটির সংবাদমাধ্যমেও এ নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিকবার ভারতীয় চৌকির দিকে গুলি ছোঁড়ে পাকিস্তানি সেনারা। যদিও এ পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি।
এই গোলাগুলি এমন সময় হচ্ছে, যখন কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন—২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা। ওই হামলার জেরে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে পড়েছে।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, ভারত সিন্ধু নদী পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। এর জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। পাশাপাশি, উভয় দেশই একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সীমান্তে চলমান গোলাগুলি ও সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ