ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২
কাশ্মির ইস্যুতে নিরাপত্তা পরিষদে কূটনৈতিক জয় পাকিস্তানের

ডুয়া ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ভারতের প্রত্যাশামতো কঠোর ভাষা ব্যবহার না হওয়াকে কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
২০১৯ সালের পুলওয়ামা হামলার সময় ভারতের পক্ষে নিরাপত্তা পরিষদের বিবৃতি ছিল অনেক বেশি জোরালো ও কঠোর। তবে এবার ২৬ জন নিহতের ঘটনায় দেওয়া বিবৃতিতে এমন কঠোরতা অনুপস্থিত। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের বিবৃতিতে ‘ভারত’ শব্দটি একবারও উল্লেখ করা হয়নি। বরং বলা হয়েছে “সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের” কথা—যা পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার ফসল বলে মনে করা হচ্ছে।
বিবৃতির খসড়া প্রস্তুত করেছিল যুক্তরাষ্ট্র। তবে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়নি। এতে ধারণা করা হচ্ছে পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক তৎপরতা বিবৃতির ভাষাকে আরও সংবেদনশীল ও পরিমিত রাখতে বড় ভূমিকা রেখেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনামূলক মোড় নিয়েছে। ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করায় পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান তার আকাশসীমা ভারতের বাণিজ্যিক বিমানের জন্য বন্ধ করে দিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলাটির নিন্দা জানিয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।
এছাড়া পাকিস্তান শুধু ভারতের প্রত্যাশিত শব্দচয়ন ঠেকাতেই সক্ষম হয়নি বরং জাতিসংঘের বিবৃতিতে “জম্মু ও কাশ্মির” শব্দটি অন্তর্ভুক্ত করাতেও সমর্থ হয়েছে। ভারতের লক্ষ্য ছিল শুধু “পেহেলগাম” উল্লেখ রেখে অঞ্চলটিকে ভারতের অভ্যন্তরীণ অংশ হিসেবে তুলে ধরা। কিন্তু পাকিস্তানের প্রচেষ্টায় জম্মু ও কাশ্মিরের বিতর্কিত মর্যাদা আন্তর্জাতিকভাবে আবার আলোচনায় এসেছে।
বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, তারা কাশ্মির অঞ্চলের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তান উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার