ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
পাকিস্তানের পদক্ষেপে আকাশপথে বিপদে ভারত

ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে ভারত। এর পাল্টা প্রতিক্রিয়ায় কড়া অবস্থান নিয়েছে পাকিস্তানও।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো—ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া। ফলে আন্তর্জাতিক রুটে চলাচলকারী ভারতীয় বিমানগুলো এখন বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এতে শুধু সময়ই বাড়ছে না, বাড়ছে জ্বালানি খরচ ও পরিচালন ব্যয়ও।
এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপে পড়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। সংস্থাদুটি জানিয়েছে, বিকল্প রুট ব্যবহারে তাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হতে পারে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বা ফ্লাইট বিলম্বিত হতে পারে। যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে সময় ও রুট সম্পর্কে আগেভাগে নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছে তারা।
পাকিস্তানের পাল্টা পদক্ষেপে শুধু আকাশপথ নয়, স্থলেও সম্পর্কের টানাপড়েন স্পষ্ট। তারা সাময়িকভাবে ভারতের নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বন্ধ রেখেছে, এমনকি দূতাবাসের কর্মী সংখ্যাও কমিয়ে আনার ঘোষণা দিয়েছে।
প্রসঙ্গত, পহেলগামে হামলার পর সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার-২৪ নিশ্চিত করেছে যে, সৌদি আরব থেকে দিল্লি ফেরার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেনি; বরং আরব সাগর হয়ে গুজরাট দিয়ে উত্তর দিকে ঘুরে এসেছে।
এখন ভারতীয় বেসামরিক বিমানগুলোও এই বিকল্প দীর্ঘ পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে, যা যাত্রীদের জন্য সময় ও খরচ—দুই-ই বাড়িয়ে দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার