ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
পাকিস্তানের পদক্ষেপে আকাশপথে বিপদে ভারত
ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে ভারত। এর পাল্টা প্রতিক্রিয়ায় কড়া অবস্থান নিয়েছে পাকিস্তানও।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো—ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া। ফলে আন্তর্জাতিক রুটে চলাচলকারী ভারতীয় বিমানগুলো এখন বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এতে শুধু সময়ই বাড়ছে না, বাড়ছে জ্বালানি খরচ ও পরিচালন ব্যয়ও।
এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপে পড়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। সংস্থাদুটি জানিয়েছে, বিকল্প রুট ব্যবহারে তাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হতে পারে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বা ফ্লাইট বিলম্বিত হতে পারে। যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে সময় ও রুট সম্পর্কে আগেভাগে নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছে তারা।
পাকিস্তানের পাল্টা পদক্ষেপে শুধু আকাশপথ নয়, স্থলেও সম্পর্কের টানাপড়েন স্পষ্ট। তারা সাময়িকভাবে ভারতের নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বন্ধ রেখেছে, এমনকি দূতাবাসের কর্মী সংখ্যাও কমিয়ে আনার ঘোষণা দিয়েছে।
প্রসঙ্গত, পহেলগামে হামলার পর সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার-২৪ নিশ্চিত করেছে যে, সৌদি আরব থেকে দিল্লি ফেরার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেনি; বরং আরব সাগর হয়ে গুজরাট দিয়ে উত্তর দিকে ঘুরে এসেছে।
এখন ভারতীয় বেসামরিক বিমানগুলোও এই বিকল্প দীর্ঘ পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে, যা যাত্রীদের জন্য সময় ও খরচ—দুই-ই বাড়িয়ে দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়