ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
ভারতের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ পাকিস্তানের
.jpg)
ডুয়া ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়। এর দায় পরোক্ষভাবে পাকিস্তানের ওপর চাপিয়ে দিয়েছে দেশটি। এর জেরে চির বৈরী দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভয়াবহ এ হামলায় পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে গতকাল ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়। এর জেরে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান।
দেশটি ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল, ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এগুলোর সঙ্গে নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এর পাশাপাশি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তারা জানিয়েছে, পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্যও ভারতে প্রবেশ অথবা বের হতে পারবে না।
এছাড়া সার্কভুক্ত দেশগুলোর আওতায় ভারতীয় নাগরিকদের জন্য থাকা বিশেষ ভিসা সুবিধা বাতিল করেছে পাকিস্তান। যাদের কাছে এই ভিসা রয়েছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।
একইসঙ্গে পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসে থাকা সামরিক উপদেষ্টাদের 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দূতাবাসে কর্মরত ভারতীয় কর্মকর্তার সংখ্যা কমিয়ে ৩০ জনে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যা কার্যকর হবে আগামী ৩০ এপ্রিল থেকে।
আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিশনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ, বিশেষ করে সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের নিন্দা জানানো হয়। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে জানায়, যদি ভারত পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে, তাহলে সেটিকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বিবেচনা করা হবে এবং যথাযথ জবাব দেওয়া হবে।
এর আগে, গত মঙ্গলবার ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছে, হামলায় পাকিস্তানের নাগরিকরা জড়িত। তবে পাকিস্তান এমন অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে