ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
বদলাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র সামনে আনলো ইরান

ডুয়া ডেস্ক: আধুনিক যুদ্ধ কৌশলে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। বিশ্বের শক্তিধর দেশগুলো যখন কম খরচে প্রতিপক্ষকে দমন করতে প্রযুক্তিনির্ভর অস্ত্র উন্নয়নে মনোযোগ দিচ্ছে তখন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি ইরান সামনে আনলো অত্যাধুনিক লেজার-ভিত্তিক অস্ত্র। এই অস্ত্র প্রচলিত যুদ্ধের নিয়মকানুনই পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন দেশটি লেজার প্রযুক্তিতে বহুদিন ধরেই গবেষণা ও উন্নয়ন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় তারা তৈরি করেছে গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজারসহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা—যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং বিভিন্ন পরিবেশে কার্যকরভাবে ব্যবহারযোগ্য।
২০২০ সালের ডিসেম্বরে ইরান সফলভাবে ১০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন লেজার সিস্টেমের পরীক্ষা চালিয়ে বিশ্বের সেরা পাঁচ লেজার প্রস্তুতকারক দেশের তালিকায় জায়গা করে নেয়।
২০২৫ সালের জানুয়ারিতে এক বিশাল সামরিক মহড়ায় ইরান ‘সুরুজ’ নামের লেজার-ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশপথে হামলা প্রতিরোধে কার্যকর বলে দাবি করা হয়। এর আগেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং রাশিয়া লেজার অস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করলেও ইরানের অগ্রগতি বিশেষভাবে নজর কাড়ছে।
এই লেজার অস্ত্র দিয়ে ড্রোন, হেলিকপ্টার, মর্টার শেল ও রকেট সহজেই ভূপাতিত করা সম্ভব। যদিও এখনো এর ক্ষমতা বাড়ানোর জন্য গবেষণা অব্যাহত রয়েছে তবে ইতিমধ্যেই এটি একটি কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি যুদ্ধবিমানে ব্যবহার করছে আর রাশিয়াও ভূমিতে মোতায়েনযোগ্য লেজার অস্ত্র তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে—যা প্রয়োজনে শত্রুপক্ষের স্যাটেলাইটকে অকার্যকর করে দিতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, যেখানে একটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় কয়েক লাখ ডলার খরচ হয়, সেখানে লেজার অস্ত্রের মাধ্যমে মাত্র কয়েক ডলারেই প্রতিপক্ষকে মোকাবিলা করা সম্ভব। ফলে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে লেজার প্রযুক্তির ব্যবহার আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা