ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
একদিন আগেই ঈদ পালন করেছে সৌদি! চাঁদ দেখা নিয়ে তুমুল বিতর্ক

ডুয়া ডেস্ক : সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়টি সম্পর্কে ভুল তথ্য দিয়েছে, যার ফলে ঈদুল ফিতর একদিন আগে উদযাপন করা হয়েছে। এই ঘটনায় দেশটির জনগণের মধ্যে কাফফারা দেওয়ার প্রস্তাবও উঠেছে। তবে সৌদি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তবে সৌদি আরব রবিবার (৩০ মার্চ) ঈদের ঘোষণা করলেও কিছু আরব দেশ, যেমন- মিশর, জর্ডান, সিরিয়া এবং অন্যান্য সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলো সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ না করে সোমবার ঈদ উদযাপন করেছে। একইভাবে, শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও ওমানের ইবাদি ধর্মীয় কর্তৃপক্ষও সোমবার ঈদ পালন করেছে (ওমানে ৪৫% ইবাদি, ৪৫% সুন্নি, ৫% শিয়া মুসলিম)।
বিশ্বের অনেক জ্যোতির্বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ সৌদি আরবের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, যেদিন শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণা করা হয়েছিল, সেদিন সূর্যগ্রহণের কারণে চাঁদ দেখার কোনো সুযোগ ছিল না। আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রও জানিয়েছে, পূর্ব গোলার্ধে ওইদিন চাঁদ দেখার কোনো সম্ভাবনা ছিল না।
নিউ ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইমাদ আহমেদ মন্তব্য করেছেন, 'ইসলামি মাসগুলো চাঁদের নতুন পর্যায় থেকে নয়, বরং অর্ধচন্দ্রের পর্যায় থেকে শুরু হয়।' তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছে। অনেকের মতে, এই কারণে কোটি কোটি মুসলিম একদিন আগেই রোজা শেষ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে সৌদি চাঁদ দেখার কর্তৃপক্ষ শনি গ্রহকে চাঁদ মনে করে ভুল করেছিল। ২০১৯ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল। তবে সৌদি কর্তৃপক্ষ উভয় ঘটনাকেই অস্বীকার করেছে।
ঈদুল ফিতর ও ঈদুল আযহার মতো গুরুত্বপূর্ণ ইসলামি উৎসবগুলোর সময় চাঁদ দেখার বিষয়ে মাঝে মাঝে বিতর্ক সৃষ্টি হয়। কিছু দেশ জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, আবার কেউ কেউ খালি চোখে চাঁদ দেখে ঈদ উদযাপন করে। এই বিতর্কের মধ্যেও ইসলামে চাঁদ দেখার সঠিক পদ্ধতি নিয়ে মতপার্থক্য এখনো একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা