ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ঈদের জামাতে উপদেষ্টা আসিফ আলাদ কাতারে দাঁড়ালেন! কিন্তু কেন?

ডুয়া নিউজ- লাইফস্টাইল
২০২৫ মার্চ ৩১ ২১:৫৯:৫৬
ঈদের জামাতে উপদেষ্টা আসিফ আলাদ কাতারে দাঁড়ালেন! কিন্তু কেন?

ডুয়া নিউজ: রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্যমেলার মাঠে এবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নামাজে আসিফের কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং একদিক থেকে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর আলোচনা সৃষ্টি করেছে।

ভিডিটিতে দেখা যায়, আসিফ ইমামের ঠিক পেছনে একটি আলাদা কাতারে দাঁড়িয়েছিলেন, যেখানে আর কাউকে দেখা যাচ্ছিল না। এটি নিয়ে আলোচনা-সমালোচনার সূত্রপাত হয়।

রিউমর স্ক্যানার বিষয়টি লক্ষ্য করে এবং এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও বিশ্লেষণ করে। রিউমার স্ক্যানার ভিডিওতে দেখা যায়, আসিফ শুরুতে অন্য মুসুল্লিদের সাথে প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী তখন ইমামের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। পরে মাইকে প্রথম কাতার থেকে একজনকে ইমামের বাম পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কিছু লোকের পরামর্শের ভিত্তিতে আসিফ তখন সামনে চলে আসেন।

রিউমর স্ক্যানার বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারীর সঙ্গে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করে। তিনি জানান, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম দাঁড়ালে একপাশ খালি থাকে। পেছনে জায়গা না হওয়ায় একজনকে সামনে আসার নির্দেশ দেওয়া হয়। তখন প্রশাসক উপদেষ্টা আসিফ মাহমুদকে সামনে আসার অনুরোধ করেন, এবং তিনি সেই অনুযায়ী সামনে দাঁড়ান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত