ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

ব্রেকআপের পর নিজেকে সামলাতে যা করবেন

ডুয়া নিউজ- লাইফস্টাইল
২০২৫ আগস্ট ১৩ ১৮:৪০:০৭
ব্রেকআপের পর নিজেকে সামলাতে যা করবেন

ব্রেকআপ মানেই শুধু প্রেমের সম্পর্কের ভাঙন নয়, কাছের বন্ধুর সঙ্গেও দূরত্ব তৈরি হলে মনের ভেতর গভীর ক্ষত তৈরি হয়। তবে জীবন থেমে থাকে না। তাই নিজেকে গুছিয়ে তুলতে কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন—

১. প্রাক্তনের স্মৃতিচিহ্ন (ছবি, উপহার, মেসেজ) জীবন থেকে সরিয়ে ফেলুন।

২. সরাসরি ফেলে দিতে না পারলে প্রথমে একটি বাক্সে রেখে দিন। ৩. কী রাখবেন আর কী ছেড়ে দেবেন, সে সিদ্ধান্ত নিন।

৪. সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে আনফলো বা মিউট করুন, পুরনো কথোপকথন ও ছবি মুছে ফেলুন।৫. নিজের যত্ন নিন, ঘর সাজান, আলো-বাতাস ঢুকতে দিন—ছোট ছোট পরিবর্তন মন ভালো করতে সাহায্য করে।৬. নিজেকে সময় দিন। কেউ দ্রুত সামলে উঠেন, কেউ ধীরে—দু'টোই স্বাভাবিক।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ভালোবাসুন এবং নতুন শুরুর জন্য প্রস্তুত থাকুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত