ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ডাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে বাড়ল সময়

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ১৮ ২১:৩৩:১১
ডাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে বাড়ল সময়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের সময় আজ সোমবার (১৮ আগস্ট) শেষ হওয়ার কথা থাকলেও তা একদিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে জমাদানের সময়ও বেড়েছে একদিন।

সোমবার ডাকসু নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আমরা আনন্দের সাথে লক্ষ করছি, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আরো লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি।

'এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণের সময় এক দিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকাল ৫টা এবং ২০ আগস্ট ২০২৫, বুধবার বিকাল ৫টা করা হলো।'

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত