ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপের দাবিতে অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাব পাস

ডুয়া নিউজ: বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অস্ট্রেলিয়ার সংসদে একটি প্রস্তাব (মোশন) পাস হয়েছে। দেশটির তিনটি প্রধান রাজনৈতিক দল—লেবার, লিবারেল এবং গ্রিন পার্টির সংসদ সদস্যরা এই বিলটি পাস করতে সহযোগিতা করেন।
অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি নির্বাচনী সততা, জবাবদিহিতা এবং শক্তিশালী দুর্নীতিবিরোধী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক রূপান্তর এবং জরুরি ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সংসদ অধিবেশনে এই আহ্বান জানানো হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট মো. রাশেদুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।
দেশটির সংসদে এনএসডিব্লিউ এর সদস্য এবিগেইল বয়েড সংসদে লিখিত বক্তব্যে বলেন, এই হাউস উল্লেখ করেছে ২৬শে মার্চ ২০২৫ বাংলাদেশে ৫৫তম স্বাধীনতা দিবস। এটি বাংলাদেশের একটি স্বাধীন এবং সার্বভৌম জাতি হিসেবে প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তির দিন এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতার ঘোষণার দিনটিকে স্মরণ করে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তি, ন্যায়বিচার, ঐক্য, সাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল ভবিষ্যতের সংগ্রামে বাংলাদেশের জনগণের শক্তি এবং স্থিতিস্থাপকতা উদযাপন করে।
আয়োজিত অনুষ্ঠানে, ২৩শে মার্চ বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষে লাকেম্বা লাইব্রেরি হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের সদস্য ও অতিথিরা, যারা স্বাধীনতা দিবস উদযাপনে একত্রিত হন।
এবিগেইল বয়েড বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ গুরুতর চ্যালেঞ্জ, দুর্নীতি এবং অস্থিতিশীলতার মুখোমুখি হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশিদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এভাবে তিনি সংসদকে বাংলাদেশী জনগণের চলমান লড়াইয়ের প্রতি তার সংহতি প্রকাশ করতে আহ্বান জানান এবং অস্ট্রেলিয়ান সরকারকে নির্বাচনী সততা, জবাবদিহিতা এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক রূপান্তর সুনিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে কাজ করতে বলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির