ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ঈদে রাজধানীর নিরাপত্তায় থাকবে ১৫ হাজার পুলিশ
ডুয়া নিউজ : আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। রাজধানীতে ছুটির সময় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে মহানগরে অন্তত ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। রাস্তায় তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি বিপণিবিতান ও আবাসিক এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়বেন বিপুলসংখ্যক মানুষ।
ডিএমপি সূত্রে জানা গেছে, ঈদে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় বাসাবাড়ি, ফ্ল্যাট ও অফিস ফাঁকা হয়ে যাবে। এটা নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষ করে চুরি, ছিনতাই ও ডাকাতির আশঙ্কা বাড়ছে। এসব বিষয় বিবেচনায় রেখে ডিএমপি ঈদের আগে ও পরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
এক সংবাদ সম্মেলনে নগরবাসীকে উদ্দেশ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “পুলিশ দায়িত্ব পালন করলেও ঈদে বাড়ি যাওয়ার সময় বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি, আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব।”
তিনি আরও বলেন, “ঈদে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় বাড়ানো হবে পুলিশি টহল। নিরাপত্তা জোরদার করা হবে বাস টার্মিনাল, লঞ্চ ও রেলস্টেশনে। পুরান ঢাকা ছাড়াও মহানগরের বিভিন্ন এলাকার সোনার মার্কেটে থাকবে পুলিশের কড়া নজরদারি। বিনোদনকেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ দায়িত্ব পালন করবে।”
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন বিপণিবিতান, কাঁচাবাজার ও আড়তের নিরাপত্তা ইতোমধ্যে জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান, সড়ক, স্থাপনা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে পুলিশ ও র্যাবের বিশেষ টিম সক্রিয় রয়েছে।
ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, আগের ঘটনার পর্যালোচনায় দেখা যায়, ঈদের ছুটির সময় সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। কখনো নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে, আবার কখনো তাদের যোগসাজশে এসব অপরাধ সংঘটিত হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, নতুন নিয়োগ পাওয়া ‘অক্সিলিয়ারি ফোর্স’ (সহায়ক বাহিনী) এবার বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে থাকবে। ঈদের ছুটিতে রাস্তায় মানুষের চলাচল কমে যাওয়ায় আবাসিক এলাকায় পুলিশের টহল বাড়ানো হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হবে।
ঈদের সময় রাজধানীতে দিনে-রাতে ৬০০টি পুলিশ দল টহল দেবে এবং মহানগরের ৭৫টি তল্লাশিচৌকি সক্রিয় থাকবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে থানা-পুলিশের পাশাপাশি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) ও গোয়েন্দা পুলিশ (ডিবি) মিলিয়ে মোট ১৫ হাজার পুলিশ কাজ করবে।
এছাড়া, র্যাবও ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় থাকবে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, “বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। যেখানে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা নেই, সেসব এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে র্যাব সদস্যরা নিয়মিত টহল দেবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি